বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪৬ এএম, ০৬ মে ২০২১
বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে ১৬ মে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে দিবা রাত্রি।

ঢাকা পৌঁছানোর দিন থেকে তিনদিন কোয়ারেন্টিনে থাকবে সফরকারীরা। এরপর করোনা পরীক্ষা দিয়ে ২১ মে থেকে তারা মুক্ত হবে এবং সেদিনই বিকেএসপিতে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ক্রিকেট দলের তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৩, ২৫ ও ২৮ মে। ওয়ানডে সুপার লিগে এটি হবে বাংলাদেশের তৃতীয় সিরিজ।

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার পর বাংলাদেশ হোয়াইটওয়াশ হয়েছে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে। অন্যদিকে, এ টুর্নামেন্টে এখনও পয়েন্ট পায়নি শ্রীলঙ্কা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইওয়াশ হওয়া সিরিজে উল্টো স্লো ওভার রেটের কারণে ২ পয়েন্ট হারিয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

সুযোগ থাকলে করোনা প্রতিরোধী সুপার পাওয়ার নিতেন সাকিব

সুযোগ থাকলে করোনা প্রতিরোধী সুপার পাওয়ার নিতেন সাকিব

টি-টোয়েন্টিতে বাংলাদেশ এখন ৯ নম্বর

টি-টোয়েন্টিতে বাংলাদেশ এখন ৯ নম্বর

আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী মোসাদ্দেক

আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী মোসাদ্দেক

সবসময় ভাবতাম পাশেই আছি, যেকোনো সময় ডাক পাব : ইমরুল

সবসময় ভাবতাম পাশেই আছি, যেকোনো সময় ডাক পাব : ইমরুল