শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডের প্রাথমিক দলে ইমরুল কায়েস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২৮ এএম, ০২ মে ২০২১
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডের প্রাথমিক দলে ইমরুল কায়েস

ফাইল ফটো

শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। ঘোষিত প্রাথমিক দলে ডাক পেয়েছেন ওপেনার ইমরুল কায়েস। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ইমরুল।

এছাড়া প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন পেসার শহিদুল ইসলাম। শ্রীলঙ্কায় দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রাথমিক দলেও ছিলেন তিনি।

শনিবার (১ মে) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

সিরিজের প্রাথমিক দলে ডাক পাওয়া ক্রিকেটারদের মধ্যে দেশে যারা আছেন রোববার (২ মে) থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তারা অনুশীলন শুরু করবেন। আর শ্রীলঙ্কা সফরে থাকা ক্রিকেটাররা দেশে ফিরে কয়েকদিন বিশ্রাম শেষে অনুশীলনে যোগ দেবেন।

মূলত ৭ মে (শুক্রবার) থেকে পুরো দলের অনুশীলন শুরু হবে। ঈদের ছুটি পর্যন্ত চলবে প্রাথমিক দলের অনুশীলন। ঈদের পর নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এরপর তিন ম্যাচ ওয়ানডে সিরিজের মূল দল ঘোষণা করা হবে।

২৩ সদস্যের বাংলাদেশের প্রাথমিক দল
তামিম ইকবাল (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, ইমরুল কায়েস, লিটন কুমার, সৌম্য সরকার, নাজমুল হোসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শহিদুল ইসলাম।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

টেস্টে বিরল রেকর্ড তামিমের, যা সৃষ্টি হয়েছিল ১৩১ বছর আগে

টেস্টে বিরল রেকর্ড তামিমের, যা সৃষ্টি হয়েছিল ১৩১ বছর আগে

‘বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ নিরাপদ’

‘বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ নিরাপদ’

ওয়ানডেতে তামিমের পর কায়েসই সেরা : আশরাফুল

ওয়ানডেতে তামিমের পর কায়েসই সেরা : আশরাফুল

টি-টোয়েন্টিতে ব্যর্থ বাংলাদেশ, উত্তরণের উপায় কি?

টি-টোয়েন্টিতে ব্যর্থ বাংলাদেশ, উত্তরণের উপায় কি?