সাড়ে তিন বছর পর বাবরের কাছে শীর্ষস্থান হারালো কোহলি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩২ এএম, ১৫ এপ্রিল ২০২১
সাড়ে তিন বছর পর বাবরের কাছে শীর্ষস্থান হারালো কোহলি

আইসিসি ওয়ানডে ব্যাটিং র‍্যাংকিংয়ে একচেটিয়া আধিপত্য দেখিয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির। তবে এবার কোহলির সেই দূর্গে হানা দিল পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। টানা প্রায় সাড়ে তিন বছর (১২৫৮ দিন) র‍্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রাখা কোহলিকে হটিয়ে বিশ্বের নাম্বার ওয়ানডে ব্যাটসম্যান হয়েছেন বাবর আজম।

বুধবার (১৪ এপ্রিল) ওয়ানডে ব্যাটিং র‍্যাংকিং হালনাগাদ করেছে আইসিসি। নতুন র‍্যাংকিংকে শীর্ষে ওঠা বাবরের রেটিং ৮৬৫। আর দুয়ে নেমে যাওয়া কোহলি রেটিং ৮৫৭।

সদ্য শেষ হওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে একটি সেঞ্চুরি ও ফিফটিতে ২২৮ রান করেছেন বাবর। এর মধ্যে শেষ ম্যাচে ৮২ বলে ৯৪ রানের ইনিংসের সুবাদে ১৩টি মূল্যবান রেটিং পয়েন্ট পেয়েছেন পাকিস্তানের অধিনায়ক।সবমিলিয়ে সিরিজটি থেকে ২৮ রেটিং অর্জন করেছেন তিনি।

এর ফলে কোহলির রাজত্ব থামিয়ে জহির আব্বাস (১৯৮৩-৮৪), জাভেদ মিঁয়াদাদ (১৯৮৮-৮৯) এবং মোহাম্মদ ইউসুফের (২০০৩) পর চতুর্থ পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থান দখল করলেন বাবর আজম।

শুধু বাবর নন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে পারফরমেন্সের পুরস্কার পেয়েছেন পাকিস্তানের আরেক ক্রিকেটার। তিনি হলে ফাখর জামান। ৭৭৮ রেটিং নিয়ে তিনি উঠে এসেছেন সাত নম্বরে।

প্রোটিয়াদের বিপক্ষে ব্যাট হাতে তিন ম্যাচে জোড়া সেঞ্চুরিতে ৩০২ রান করেছেন তিনি। ফলে পাঁচ ধাপ এগিয়ে ৭৭৮ রেটিং নিয়ে ক্যারিয়ার সেরা সাত নম্বরে উঠে গেছেন তিনি।

আইসিসির ওয়ানডে র‌্যাংকিয়য়ে ৩ থেকে ৬ নম্বর পর্যন্ত কোন পরিবর্তন হয়নি। র‌্যাংকিংয়ের ১৮ নম্বরে রয়েছেন মুশফিকুর রহিম। ওয়ানডে র‌্যাংকিংয়ে বাংলাদেশিদের মাঝে সবার উপরে থাকা মুশফিকে রেটিং ৬৯৮। এছাড়া ৬৭৮ রেটিং নিয়ে ২৩ নম্বরে রয়েছেন তামিম ইকবাল।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

কোহলিকে টপকে বাবরের নতুন রেকর্ড

কোহলিকে টপকে বাবরের নতুন রেকর্ড

সেরা পাঁচে কোহলি, বাটলার-হোপ-শাহিদির উন্নতি

সেরা পাঁচে কোহলি, বাটলার-হোপ-শাহিদির উন্নতি

কোহলিদের  প্রশংসায় বিদেশিদের সৌরভ গাঙ্গুলির ‘খোঁচা’

কোহলিদের প্রশংসায় বিদেশিদের সৌরভ গাঙ্গুলির ‘খোঁচা’

১০ বছর পর ফখর জামানের নতুন রেকর্ড

১০ বছর পর ফখর জামানের নতুন রেকর্ড