সহজ কথা, আমরা ভালো ক্রিকেট খেলিনি : তামিম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০৯ এএম, ২৭ মার্চ ২০২১
সহজ কথা, আমরা ভালো ক্রিকেট খেলিনি : তামিম

ওয়েলিংটনে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ১৬৪ রানের বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। ফলে নিউজিল্যান্ডের কাছে ওয়ানডে ফরম্যাটে ষষ্ঠবারের মতো হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা।

সিরিজের দ্বিতীয় ম্যাচে সুযোগ হাতছাড়া করার জন্য হারলেও বাকি দুই ম্যাচে কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি বাংলাদেশ। ফলে লজ্জাজনক এমন হোয়াইটওয়াশে কোনো অজুহাত দাঁড় করাতে চান না অধিনায়ক তামিম ইকবাল। তার ভাষায়, ‘কোনো অজুহাত নয়। সহজ কথা, আমরা ভালো ক্রিকেট খেলিনি।’

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‌‘স্বীকার করছি নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ ফেভারিট নয়। তবে সিরিজের প্রথম এবং শেষ ম্যাচে আমরা কিছুই করতে পারিনি। আমরা ভালো খেলিনি। এটা খুবই হতাশার।’

‘সিরিজের আগে আমরা অনেক ভালো কিছুর প্রত্যাশা নিয়ে এসেছিলাম। দ্বিতীয় ম্যাচে সেটার সুযোগ পেয়েছিলাম। কিন্তু সর্বোপরি পুরো সিরিজটি আমাদের জন্য হতাশার। আমরা ভালো খেলিনি।’

ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও একই কথা বলেন তামিম ইকবাল। বলেন, ‘আমরা ভালো ব্যাটিং করিনি। অনেক বাজে শট খেলেছি। এখানে ব্যাট করতে হলে ধৈর্যশীল হতে হয়। আমরা ১০ ওভারে তিন উইকেট হারিয়েছি। সেখানেই ম্যাচ হেরেছি।’

ব্যাট হাতে নিজে ভালো করতে পারেননি। তবে ম্যাচ হারের জন্য কোনো অজুহাত দিতে চান না তামিম ইকবাল। বলেন, ‘আমি এমন ব্যক্তি নই যে, কোয়ারেন্টাইন ইস্যু বা প্রাকৃতির ঘাটতিকে অজুহাত দিব। সহজ কথা, আমরা ভালো ক্রিকেট খেলিনি।’

বাজে ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও বেশ ভুগতে হয়েছে বাংলাদেশকে। তামিম বলেন, ‘আমরা বল হাতে ভালো শুরু করেছিলাম। ৫৭ রানের মধ্যেই নিউজিল্যান্ডের ৩ উইকেট শিকার করেছিল বোলাররা। কিন্তু নিউজিল্যান্ডের কনওয়ে ও মিচেল সত্যিই দারুণ ব্যাটিং করেছে। মাঝেমাঝে ছোট ছোট কিছু বিষয় বেশি ব্যথা দেয়। ক্যাচ আর সুযোগ হাতছাড়া হয়েছে, তবে কৃতিত্ব দিতেই হবে নিউজিল্যান্ডকে। পুরো সিরিজে দুর্দান্ত খেলেছে নিউজিল্যান্ড।’

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

রেকর্ড ব্যবধানের হারে হোয়াইটওয়াশ বাংলাদেশ

রেকর্ড ব্যবধানের হারে হোয়াইটওয়াশ বাংলাদেশ

তামিমকে আউট না দেওয়ায় ক্ষিপ্ত, জেমিসনকে জরিমানা

তামিমকে আউট না দেওয়ায় ক্ষিপ্ত, জেমিসনকে জরিমানা

আইপিএলের জন্য টি-টোয়েন্টি সিরিজে নেই উইলিয়ামসন-বোল্টসহ ৬ ক্রিকেটার

আইপিএলের জন্য টি-টোয়েন্টি সিরিজে নেই উইলিয়ামসন-বোল্টসহ ৬ ক্রিকেটার

তামিম-মিঠুনের ব্যাটে নিউজিল্যান্ডে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ

তামিম-মিঠুনের ব্যাটে নিউজিল্যান্ডে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ