দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস গড়া ছাড়াও বল হাতেও ঠিক লাইনে ছিল বাংলাদেশ। বল হাতে শুরুতেই তিন ব্যাটসম্যানকে তুলে নিয়ে চাপও তৈরি করেছিল টাইগাররা। তবে নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো জয়ে সুযোগ পেয়েও বঞ্চিত হতে হয়েছে। অধিনায়ক তামিম ইকবালের চোখে এমন ম্যাচে হারের মূল কারণ, চান্স মিস। তার ভাষায়, ‘এর চেয়ে ভালো সুযোগ আর কোনো সময় আমরা পাই নাই। ম্যাচটি অবশ্যই জেতা উচিৎ ছিল।’
স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত ১৫টি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। তার মধ্যে ২৭১ রানের আজকের ইনিংসটি ছিল নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস। ব্যাটের পর বল হাতে লড়াই করলেও দুয়েকটি সুযোগ নষ্ট করার ম্যাচটি হাত ছাড়া হয়ে গেছে।
ম্যাচ শেষে বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকদের পাঠানো প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘এর চেয়ে ভালো সুযোগ আর কোনো সময় আমরা পাই নাই। এটা আমাদের অবশ্যই জেতা উচিৎ ছিল। এ রকম সুযোগ সবসময় আসে না, স্প্যাশালি দেশের বাইরে।’
তিনি বলেন, ‘আজকে যেভাবে আমরা ব্যাটিং করেছি, উইকেটটা একটু স্লো ছিল, একটু কঠিন ছিল। তবে যেভাবে আমরা ব্যাটিং করেছি, ২৭১ করেছি। এটা খুব ভালো স্কোর ছিল। প্লাস, আমরা যেভাবে শুরু করেছি, ৫০ রানে (৫৩ রান) তিন উেইকেট ওদের (নিউজিল্যান্ড) পড়ে যায়। খেলাটা অলমোস্ট কন্ট্রোলে ছিল।’
তামিম বলেন, ‘এরপর আমরা যে দু’টা চান্স মিস করলাম, এ দুটিতেই..., এই চান্সগুলো যদি আমরা ধরতে পারতাম তাহলে আজকে... আমার কাছে মনে এ ম্যাচটা জিতা উচিত ছিল। এখানে অন্য কোনো কথা নেই, এখানে এ ম্যাচটা আমাদের অবশ্যই জেতা উচিত ছিল। সো, খুবই হতাশ যে, এ রকম সুযোগ আমরা কাজে লাগাতে পারি নাই।’
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]