আবারও বাংলাদেশের টস হার, একাদশে এক পরিবর্তন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫০ পিএম, ২৩ মার্চ ২০২১
আবারও বাংলাদেশের টস হার, একাদশে এক পরিবর্তন

সিরিজের প্রথম ম্যাচের ন্যায় দ্বিতীয় ম্যাচেও টস হেরে প্রথমে ব্যাট করছে বাংলাদেশ। মঙ্গলবার (২৩ মার্চ) ক্রাইস্টচার্চে দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। ম্যাচটিতে নিউজিল্যান্ড আগের একাদশ নিয়ে খেললেও একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ।

তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় স্বাগতিকদের বিপক্ষে ৮ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। ফলে ক্রাইস্টচার্চের এ ম্যাচটি সিরিজ রক্ষার ম্যাচ। এ ম্যাচে হারলেই সিরিজ হার নিশ্চিত হবে বাংলাদেশের।

ম্যাচটি সরাসরি দেখতে পারেন- বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ লাইভ

সিরিজ রক্ষার এ ম্যাচে বাংলােদেশ একাদশে একটি মাত্র পরিবর্তন আনা হয়েছে। প্রথম ম্যাচে খেলা হাসান মাহমুদকে বাইরে রেখে সাইফউদ্দিনকে দলে ফেরানো হয়েছে।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান, সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ।

নিউজিল্যান্ড একাদশ
টম লাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), মার্টিন গাপটিল, হেনরি নিকলস, ডেভন কনওয়ে, উইল ইয়ং, জেমস নিশাম, ড্যারেল মিচেল, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, কাইল জেমিসন এবং ট্রেন্ট বোল্ট।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

মেহেদি ভুলতে চান অভিষেকের বাজে স্মৃতি

মেহেদি ভুলতে চান অভিষেকের বাজে স্মৃতি

গল্পটা অন্যরকম হতে পারতো : তাসকিন

গল্পটা অন্যরকম হতে পারতো : তাসকিন

পুরষ্কারের পুরো অর্থ শৈশবের ক্লাবকে দিলেন বোল্ট

পুরষ্কারের পুরো অর্থ শৈশবের ক্লাবকে দিলেন বোল্ট

টপ ফাইভে বড় স্কোর চান তামিম ইকবাল

টপ ফাইভে বড় স্কোর চান তামিম ইকবাল