মেহেদি ভুলতে চান অভিষেকের বাজে স্মৃতি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১৫ এএম, ২২ মার্চ ২০২১
মেহেদি ভুলতে চান অভিষেকের বাজে স্মৃতি

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচের ভুলগুলো সংশোধন করার সুযোগ থাকছে দ্বিতীয় ওয়ানডেতে। বিশেষভাবে ব্যাটিংয়ে একত্রে জ্বলে উঠতে হবে ব্যাটসম্যানদের। অধিনায়ক তামিম ইকবালের ন্যায় দলের তরুণ অলরাউন্ডার মেহেদি হাসানও বিশ্বাস করেন বাংলাদেশ আসলে ততটা খারাপ দল নয়, যতটা প্রথম ম্যাচে খেলেছে। তাই তো ভুলে যেতে চান নিজের অভিষেক ম্যাচের বাজে স্মৃতি।

রোববার (২১ মার্চ) ডানেডিনে থেকে ক্রাইস্টচার্চে পৌছেছে বাংলাদেশ ক্রিকেট দল। ডানেডিনে ছাড়ার আগে বিসিবির দেওয়া ভিডিও বার্তায় মেহেদি হাসান বলেন, ‘প্রথম ম্যাচে আমরা যেভাবে হেরেছি, আমরা আসলে এতটা খারাপ দল নই।’

শুধু তাই নয়, নিজের অভিষেক ম্যাচে বাজেভাবে হারার স্মৃতিও ভুলে যেতে চান তিনি। বলেন, ‘প্রথম ম্যাচে কী হয়েছে, আমরা তা ভুলে যেতে চাই এবং দ্বিতীয় ম্যাচের দিকে মনোযোগী হতে চাই। আমাদের দলের কম্বিনেশন খুবই ভালো এবং আমরা যদি আমাদের সেরা পারফরম্যান্স করতে পারি, তবে ফলাফল আমাদের পক্ষেই আসবে।’

নিউজিল্যান্ডের মাটিতে কখনোই জয় পায়নি বাংলাদেশ। তবে পরিসংখ্যান বলছে, অন্তত ওয়ানডে ক্রিকেটে তাদের বিপক্ষে সাফল্য রয়েছে টাইগারদের। ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের পাশাপাশি নিউজিল্যান্ডের বিপক্ষে ডাবল-ফিগারের জয় রয়েছে বাংলাদেশের। নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৬ ম্যাচে ১০টি জয় রয়েছে টাইগারদের।

১০টি জয়ের সবক’টি দেশের মাটিতে বা নিরপেক্ষ ভেন্যুতে এসেছে। লড়াই হয়েছে ২২বার। এর অর্থ, নিউজিল্যান্ডের বাইরে কিউইদের জন্য কঠিন প্রতিপক্ষ বাংলাদেশ।

নিজের অভিষেক ম্যাচে ব্যাট ২০ বলে ১৪ রান করেছেন মেহেদি হাসান। এছাড়া ৬ ওভার বল করে ১৭ রান দিয়ে ছিলেন উইকেট শূন্য। দ্বিতীয় ম্যাচ নিয়ে মেহেদি বলেন, ‘প্রথম ম্যাচে আমাদের বোলাররা ভালো পারফরমেন্স করেছে। আশা করি, দ্বিতীয় ম্যাচে তারা ভালো করবে এবং ব্যাটসম্যানরা নিজেদের সেরাটা প্রদর্শন করবে।’

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

নানা প্রত্যাশার ম্যাচে বড় পরাজয়

নানা প্রত্যাশার ম্যাচে বড় পরাজয়

এনসিএলের ২২তম আসরে কে কোন দলে খেলছেন

এনসিএলের ২২তম আসরে কে কোন দলে খেলছেন

ছুটির ‘ভুল ব্যাখ্যা’য় বিসিবির সমালোচনায় সাকিব

ছুটির ‘ভুল ব্যাখ্যা’য় বিসিবির সমালোচনায় সাকিব

টপ ফাইভে বড় স্কোর চান তামিম ইকবাল

টপ ফাইভে বড় স্কোর চান তামিম ইকবাল