প্রথম ম্যাচেই বাংলাদেশের টস হার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ২০ মার্চ ২০২১
প্রথম ম্যাচেই বাংলাদেশের টস হার

ফাইল ফটো

স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরেছে বাংলাদেশ। ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিকরা। ফলে প্রথমে ব্যাট করছেন তামিম ইকবালরা।

শনিবার (২০ মার্চ) বাংলাদেশ সময় ভোর ৪টা থেকে নিউজিল্যান্ডে এ ম্যাচ শুরু হয়েছে। এর আগে সাড়ে তিনটায় টস অনুষ্ঠিত হয়।

সিরিজের প্রথম ম্যাচেই একাদশে জায়গা পেয়েছেন মেহেদী হাসান। ফলে বিদেশে মাটিতে দেশের জার্সি গায়ে ওয়ানডে অভিষেক হলো তার। এছাড়া একাদশে পেস বোলার রয়েছেন তাসিকন আহমেদ এবং মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ ক্রিকেট দল এবার নিউজিল্যান্ড সফরে প্রথমবারের মতো জয় পেতে দৃঢ় প্রতিজ্ঞ। টাইগাররা স্বাগতিকদের উপর চাপ তৈরি করার লক্ষ্যে নির্ভিক ও আগ্রাসী ক্রিকেট খেলতে চায়। যা অতীতে করতে পারেনি বাংলাদেশ।ৎ

নিউজিল্যান্ডের মাটি বাংলাদেশ ক্রিকেট দলের কোনো জয় নেই। এখন পর্যন্ত ২৬টি ম্যাচ খেলেছে টাইগাররা। ১৩টি ওয়ানডে, ৯টি টেস্ট ও ৪টি টি-টোয়েন্টিতে হেরেছে বাংলাদেশ। তবে এবারের চিত্রটি পুরোপুরি আলাদা।

ওয়ানডে ক্রিকেটে দারুণ ক্রিকেট খেলছে বাংলাদেশ। ফলে নিজেদের স্বপ্নকে আরও বড় করার ইচ্ছা।বর্তমান বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়দের একজন কিউই নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন ও অভিজ্ঞ রস টেইলরের অনুপস্থিতি বাংলাদেশের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ।

নিউজিল্যান্ড একাদশ
টম লাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), মার্টিন গাপটিল, হেনরি নিকলস, ডেভন কনওয়ে, উইল ইয়ং, জেমস নিশাম, ড্যারেল মিচেল, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, কাইল জেমিসন এবং ট্রেন্ট বোল্ট।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

যেসব চ্যানেলে দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ডের ম্যাচ

যেসব চ্যানেলে দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ডের ম্যাচ

টাইগারদের শ্রীলঙ্কা সফরে সূচি প্রকাশ

টাইগারদের শ্রীলঙ্কা সফরে সূচি প্রকাশ

হঠাৎ টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়ালেন তামিম

হঠাৎ টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়ালেন তামিম

ভেট্টরির টিপসে সম্ভাবনা দেখছেন মিরাজ

ভেট্টরির টিপসে সম্ভাবনা দেখছেন মিরাজ