ভারতের ওয়ানডে ফরম্যাটে তিন নতুন মুখ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০০ এএম, ২০ মার্চ ২০২১
ভারতের ওয়ানডে ফরম্যাটে তিন নতুন মুখ

টি-টোয়েন্টি সিরিজের ব্যাটিং সুযোগ পেয়েই জ্বলে উঠেছিলেন সূর্যকুমার যাদবের। এবার ডাক পেলেন ওয়ানডে ফরম্যাটে। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে সূর্যকুমার যাদবসহ ডাক পেয়েছেন নতুন তিনজন।

সফররত ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ঘোষিত দলে সূর্যকুমার ছাড়া বাকি নুতন দু’জন হলেন- কর্ণাটকের পেসার প্রসিধ কৃষ্ণ এবং অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়া।

সদ্য সমাপ্ত ঘরোয়া বিজয় হাজারে ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন কৃষ্ণ এবং ক্রুনাল। আর সূর্যকুমার নজরে এসেছেন টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে নিজের অভিষেক ইনিংসেই। ৩১ বলে ৫৭ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেছেন তিনি।

সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে সূর্যর ইনিংসে ভর করেই ৮ উইকেটে ১৮৫ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ভারত। যেখানে ৮ রানের জয়ে পেয়ে ২-২ সমতায় ফিরেছে বিরাট কোহলিরা।

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের সবগুলো খেলা বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম নরেন্দ্র মোদি স্টেডিয়ামের অনুষ্ঠিত হলেও ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে পুণেতে। সিরিজের প্রথম ম্যাট মাঠে গড়াবে ২৩ মার্চ (মঙ্গলবার)। বাকি দুটি ম্যাট অনুুষ্ঠিত হবে ২৬ এবং ২৮ মার্চ।

ভারতের ওয়ানডে দল
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, শুভমান গিল, শ্রেয়াস আয়ার, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রিশাভ পান্ত (উইকেটরক্ষক), লোকেশ রাহুল (উইকেটরক্ষক), ইয়ুজবেন্দ্র চাহাল, কুলদ্বীপ যাদব, ক্রুনাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, টি নটরাজন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ, শার্দুল ঠাকুর।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

ভারত-ইংল্যান্ডের শেষ ম্যাচটি এখন ফাইনাল

ভারত-ইংল্যান্ডের শেষ ম্যাচটি এখন ফাইনাল

অভিষেকেই সেরা কিষান, কোহলির ঝড়ো ব্যাটে জয়

অভিষেকেই সেরা কিষান, কোহলির ঝড়ো ব্যাটে জয়

‘দেশের পরিবর্তে আইপিএল খেললে বেতন কাটা হোক’

‘দেশের পরিবর্তে আইপিএল খেললে বেতন কাটা হোক’

গাভাস্কার এখনো টেন্ডুলকারের নায়ক

গাভাস্কার এখনো টেন্ডুলকারের নায়ক