বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে দল ঘোষণা, নতুন তিনজন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪২ এএম, ১২ মার্চ ২০২১
বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে দল ঘোষণা, নতুন তিনজন

ফাইল ফটো

সফররত বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে স্বাগতিক নিউজিল্যান্ড। ৫০ ওভারের এ সিরিজে ডাক পেয়েছেন তিন নতুন মুখ। তারা হলেন- ডেভন কনওয়ে, উইল ইয়ং ও ড্যারেল মিচেল। এছাড়া ইনজুরির কারণে আগেই ছিটকে যাওয়া কেন উইলিয়ামসনের পরিবর্তে দলের নেতৃত্ব দেবেন টম ল্যাথাম।

গত বছরের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হওয়া কনওয়ে সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট হাতে ভালো খেলেছেন। টি-টোয়েন্টি ক্যারিয়ারে দারুণ শুরু করায় এবার ডাক ওয়ানডে ফরম্যাটে।

এছাড়া দীর্ঘ অপেক্ষার পর গত ডিসেম্বরে টেস্টে অভিষেক হওয়া ২৮ বছর বয়সী ব্যাটসম্যান ইয়াংয়ের জন্যও এবার খুলে গেল ওয়ানডের দরজা।

দলে ডাক পাওয়া মিচেলও চলতি বছরের শুরুতে প্রথম টেস্টেই পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছেন। এছাড়া দেশের হয়ে ১২টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতাও রয়েছে। সর্বশেষ খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন থাকছেন না, সেটা আগেই নিশ্চিত করেছিল নিউজিল্যান্ড। কনুইয়ের ইনজুরির কারণে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন। শঙ্কা রয়েছে টি-টোয়েন্টি সিরিজ নিয়েও। উইলিয়ামসনের পরিবর্তে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম।

২০ মার্চ ডানেডিনে অনুষ্ঠিত হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। পরের দুই ম্যাচ অনুুষ্ঠিত হবে যথাক্রমে ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটনে, ২৩ ও ২৬ মার্চ।

নিউজিল্যান্ডের ওয়ানডে দল
টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, জেমস নিশাম, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, টিম সাউদি, রস টেইলর, উইল ইয়াং।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আমি নিশ্চিত, অন্যরাও বাংলাদেশকে অনুসরণ করবে : তামিম

আমি নিশ্চিত, অন্যরাও বাংলাদেশকে অনুসরণ করবে : তামিম

বাংলাদেশের বিপক্ষে সিরিজে নেই কেন উইলিয়ামসন

বাংলাদেশের বিপক্ষে সিরিজে নেই কেন উইলিয়ামসন

নিউজিল্যান্ডে মুক্ত টাইগার ক্রিকেটাররা

নিউজিল্যান্ডে মুক্ত টাইগার ক্রিকেটাররা

যোগ্য দল হিসেবেই ফাইনালে ভারত : কোহলি

যোগ্য দল হিসেবেই ফাইনালে ভারত : কোহলি