বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে যুক্ত হওয়ার প্রথমবারের মতো নারী ক্রিকেটের উদ্বোধনী ম্যাচেই বাজিমাত করলো সালমা খাতুনের বাংলাদেশ নীল দল। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ লাল দলকে ১০ উইকেটে হারিয়ে দিয়েছে। দলের এমন জয়ে বল হাতে ৬ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন বামহাতি মিডিয়াম ফাস্ট বোলার ফারিহা তৃষ্ণা।
শনিবার (৬ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ নীল দলের (নারী) অধিনায়ক সালমা খাতুন।
ওয়ানডে ফরম্যাটের ম্যাচে ব্যাট করতে নেমে মাত্র ২৮ দশমিক ১ ওভারে ৬৩ রানে গুটিয়ে যায় লাল দল। দলের পক্ষে সর্বোচ্চ ২১ রান করেন জিন্নাত অর্থি। ৫১ বল মোকাবেলা করে তিনি এ রান করেন। এছাড়া দলের পক্ষে দুই অংকের ব্যক্তিগত ইনিংস খেলকে পেরেছে মাত্র একজন।
ওপেনার রুবিয়া হায়দার ঝিলিকের ১০ রান (৩৫ বল) ছাড়া আর কেউ ব্যাট হাতে দাঁড়াতে পারেননি। অধিনায়ক জ্যোতির ব্যাট থেকে আসে ৪ রান।
বাংলাদেশ লাল দলকে মূলত একাই ধসিয়ে দিয়েছেন বামহাতি মিডিয়াম ফাস্ট বোলার ফারিহা তৃষ্ণা। ১০ ওভার বল করে মাত্র ১৪ রান দিয়ে তুলে নিয়েছেন ৬টি উইকেট।
মাত্র ৬৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সহজেই জয় তুলে নেয় সালমা খাতুনের বাংলাদেশ নীল দল। দুই ওপেনার মুর্শিদা খাতুন এবং শামিমা সুলতানা অপরাজিত থেকে ১৫ দশমিক ৫ ওভারে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। মুর্শিদা ৪১ বলে ২৫ এবং শামিমা ৫৪ বলে ৩১ রানে অপরাজিত ছিলেন।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]