ক্রিকেটের ওয়ানডে ফরম্যাটে বোলারদের র্যাংকিংয়ে আইসিসির শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দুইজন, মেহেদী হাসান মিরাজ এবং মোস্তাফিজুর রহমান। দু’জনের মধ্যে ক্যারিয়ার সেরা শীর্ষ পাঁচে (চার নম্বর) রয়েছেন মিরাজ। তবে আইসিসির শীর্ষ পাঁচে নিজের নাম চলে আসবে বিষয়টি কখনো চিন্তাও করেননি মিরাজ। নিজের এমন স্বীকৃতিতে খুশি বাংলাদেশ জাতীয় দলের এ স্পিন অল-রাউন্ডার।
ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা-আইসিসি থেকে এমন স্বীকৃতি পাওয়ার পর নিজের অনুভূতি জানিয়েছেন মিরাজ। বলেন, ‘আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আমি আসলে চিন্তাও করতে পারিনি.. (হাসি), টপ ফাইভের ভিতরে থাকবো। আল্লাহর অশেষ রহমত, খুব ভালো লাগছে। যখন শুনতে পেয়েছি, সবাই যখন... টিমম্যাটরা উইশ করছে, খুব ভালো লাগছে।’
দীর্ঘ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। করোনাভাইরাস পরবর্তী তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে টাইগার ক্রিকেটাররা। সিরিজে বল হাতে ২.৭০ ইকোনমিতে সর্বোচ্চ ৭ উইকেট শিকার করেছেন মেহদী হাসান মিরাজ।
খেলার মধ্যে না থেকেও নিজের এমন পারফরম্যান্স সম্পর্কে মিরাজ বলেন, ‘একটা জিনিস দেখেন, যখন আমি টেস্ট ক্রিকেট শুরু করেছি আমার চিন্তা ছিল যে, শুধু আমি লাল বলেই খেলবো না, আমি সাদা বলেও খেলবো। আমি ওই ভাবেই ম্যানটালি প্রিপারেশন নিয়েছে এবং চেষ্টা করেছি যে, ওয়ানডে ক্রিকেট খেলতে হলে আমাকে কিভাবে ভালো করতে হবে এবং আমার কোন কোন জায়গার উন্নতি করতে হবে। আমি চিন্তা করেছি, ওয়ানডে ক্রিকেট খেলতে হলে আমার বোলিং ইকোনোমি রেটটা ঠিক রাখতে হবে এবং টিমের প্রয়োজনে ব্রেকথ্রু দিতে হবে। ওটা নিয়েই চেষ্টা করছি এবং কাজ করি।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ হওয়া ওয়ানডে সিরিজ নিয়ে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করছি যে, আমরা খুব ভালো ক্রিকেটে খেলেছি এবং আমাদের টিমের প্রত্যেকটা প্লেয়ার ভালো ক্রিকেট খেলেছে। ১০-১১ মাস পর ফিরে আমরা যেভাবে ক্রিকেট খেলেছি, আমাদের মনেই হয়নি যে আমরা ১০-১১ মাস আন্তর্জাতিক ক্রিকেট খেলেনি।’
মিরাজ আরও বলেন, ‘আমরা বাইরে ছিলাম, কিন্তু সবাই সাবইকে মানসিকভাবে সাপোর্ট করেছে, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। সর্বশেষ এক সপ্তাহ আমাদের সবারই খুব ভালো গিয়েছে। আমরা সবাই ইনজয় করেছি। আমরা সিরিজটাও জিতেছি এবং আমরা বেশ কয়েকটা পয়েন্টও পেয়েছি, যা আমারদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আমরা সবাই অনেক অনেক হ্যাপি।’
নিজের ক্যারিয়ার সেরা বোলিং র্যাংকিংয়ের সঙ্গে রয়েছেন মোস্তাফিজুর রহমানও। ২০১৮ সালের ডিসেম্বরে ক্যারিয়ার সেরা পাঁচ নম্বরে উঠার পর দশের বাইরে চলে গিয়েছিলেন। তবে এবার আবারও সেরা দশে (আট নম্বর) ফিরেছেন ফিজ। নিজের সাথে সেরা দশে মোস্তাফিজকে পেয়েও খুশি মিরাজ।
মোস্তাফিজকে নিয়ে তিনি বলেন, ‘আমাদের সবার জন্যই এটা ভালো জিনিস যে, মোস্তাফিজ টপ টেনের মধ্যে আছে। আমরা জানি, মোস্তাফিজ বিশ্বমানের বোলার এবং ওয়ানডে ক্রিকেট ও কী করেছে। আমাদের দেশকে অনেক অনেক জয় এনে দিয়েছে মোস্তাফিজ। ওর জন্য এ রকম একটা জিনিস দরকার ছিল।’
মিরাজ বলেন, ‘অনেক দিন ও ছন্দে ছিল না, কিন্তু আমার কাছে মনে হয় এই সিরিজে ও অনেক ভালো বোলিং করেছে। আমার মনে হয়, টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা প্লেয়ার খুশি ওর পারফরম্যান্সে। আমরা টাই মোস্তাফিজ আরও ভালো করুক, বাংলাদেশকে অনেক কৃতীত্ব এনে দিক, জয় এনে দিক।’
মোস্তাফিজকে ভালো বন্ধু হিসেবে উল্লেখ করে মিরাজ আরও বলেন, ‘মোস্তাফিজ আমার ক্লোজ ফেন্ড, আমরা ছোটবেলা থেকেই এক সাথে ক্রিকেট খেলছি। অনূর্ধ্ব-১৬, ১৮, ১৯ সবই খেলেছি। ওর সাথে অনেক দুষ্টামিও করি। অনেক ভালো লাগছে যে, মোস্তাফিজ টপ টেনে ভিতরে আছে।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]