আইসিসির চার নম্বর বোলার মিরাজ, দশে ফিরলেন ফিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪৯ এএম, ২৮ জানুয়ারি ২০২১
আইসিসির চার নম্বর বোলার মিরাজ, দশে ফিরলেন ফিজ

সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে বল হাতে ছন্দে ফিরেছেন দুই টাইগার বোলার মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান। এবার সেই পারফরম্যান্সের পুরস্কার পেলেন তারা। আইসিসির ওয়ানডে বোলারদের র‌্যাংকিংয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন মিরাজ ও মোস্তাফিজ।

ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে ২.৭০ ইকোনমিতে সর্বোচ্চ ৭ উইকেট শিকার করেছেন মেহদী হাসান মিরাজ। যার মধ্যে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৪ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচ সেরা। বল হাতে এমন পারফরম্যান্সে আইসিসির ওয়ানডে ফরম্যাটে বোলার র‌্যাংকিংয়ে এক লাফে ৯ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা চার নম্বরে উঠে এসেছেন মিরাজ।

এছাড়া আইসিসির ওয়ানডে ফরম্যাটে বোলার র‌্যাংকিংয়ের সেরা দশে ঢুকেছেন মোস্তাফিজুর রহমান। ১১ ধাপ এগিয়ে তালিকায় জায়গা পেয়েছেন আট নম্বরে। ২০১৮ সালের ডিসেম্বরে ক্যারিয়ার সেরা পাঁচ নম্বরে উঠেছিলেন এ টাইগার পেসার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বোল হাতে তিন ম্যাচে ২.৯৫ ইকোনমিতে মোস্তাফিজ শিকার করেছিলেন ৬টি উইকেট। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড-আফগানিস্তান ওয়ানডে সিরিজ শেষে বুধবার (২৭ জানুয়ারি) হালনাগাদ র‌্যাংকিং প্রকাশ করে আইসিসি।

আইসিসি সর্বশেষ প্রকাশি র‌্যাংকিংয়ে ১৫ ধাপ এগিয়ে ১৩ নম্বরে আছেন বোলার সাকিব আল হাসান। নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সিরিজে ক্যারিবিয়ানদের বিপক্ষে ২.২৫ ইকোনমিতে সাকিবও শিকার করেছেন ৬টি উইকেট।

সাকিব ছাড়াও মোহাম্মদ সাইফউদ্দিন এক ম্যাচে ৩ উইকেট নিয়ে ৩ ধাপ উপরে উঠে আছেন ৪৩তম স্থানে। এটাই তার ক্যারিয়ার সেরা র‌্যাংকিং। আর বাংলাদেশের বিপক্ষে হারের স্বাদ পেলেও ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ এগিয়েছেন ১১ ধাপ, ৩৪তম।

এছাড়া র‍্যাংকিংয়ের শীর্ষ তিন বোলার হলেন- যথাক্রমে নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট, আফগানিস্তানের মুজিব-উর-রহমান ও ভারতের জাসপ্রিত বুমরাহ। বোলারদের মাঝে বেশ পরিবর্তন আসলেও ব্যাটসম্যানদের র‌্যাংকিয়য়ে শীর্ষ দশে কোন পরিবর্তন আসেনি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশের সমান পয়েন্ট নিয়ে পাকিস্তানকে পিছনে ফেললো আফগানিস্তান

বাংলাদেশের সমান পয়েন্ট নিয়ে পাকিস্তানকে পিছনে ফেললো আফগানিস্তান

রানে তামিম, উইকেটে সেরা মিরাজ

রানে তামিম, উইকেটে সেরা মিরাজ

এক নজরে বাংলাদেশের হোয়াইটওয়াশ

এক নজরে বাংলাদেশের হোয়াইটওয়াশ

দ্বিতীয়স্থানে উঠে এলো বাংলাদেশ

দ্বিতীয়স্থানে উঠে এলো বাংলাদেশ