বাংলাদেশের সমান পয়েন্ট নিয়ে পাকিস্তানকে পিছনে ফেললো আফগানিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৫৭ এএম, ২৮ জানুয়ারি ২০২১
বাংলাদেশের সমান পয়েন্ট নিয়ে পাকিস্তানকে পিছনে ফেললো আফগানিস্তান

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিতে সুপার লিগের লড়াই শুরু হয়ে গেছে। সেই লড়াইয়ে অস্ট্রেলিয়ার পরেই দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। একই লড়াইয়ে এবার আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশের সমান পয়েন্ট নিয়ে পাকিস্তানকে পিছনে ফেললো আফগানিস্তান।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করেছে আফগানিস্তান। এ সিরিজ দিয়েই বিশ্বকাপ সুপার লিগে যাত্রা শুরু করেছে আফগানরা। শুরুর সিরিজেই পূর্ণ ৩০ পয়েন্ট অর্জন করলো তারা।

আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করে পূর্ণ ৩০ পয়েন্ট অর্জন করলেও আফগানিস্তানের অবস্থান চার নম্বরে। কারণ, সমান পয়েন্ট নিয়ে দুই ও তিনে থাকা যথাক্রমে বাংলাদেশ ও ইংল্যান্ডের চেয়ে আফগানিস্তানের রান রেট (+০.৫২৭) কম। আর ২০ পয়েন্ট অর্জন করা পাকিস্তান তাদের নীচে নেমে গেছে।
sportsmail24

বিশ্বকাপ সুপার লিগে শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ৪০। ছয় ম্যাচ খেলে চার জয়ে অস্ট্রেলিয়ার রানরেট +০.৩৪৭। ওয়েস্ট ইন্ডিজকে সদ্য হোয়াইটওয়াশ করে পূর্ণ ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশের রানরেট সবচেয়ে বেশি, +১.৮৯৩।

ছয় ম্যাচ খেলে তিন জয় ও তিন পরাজয়ে বাংলাদেশের সমান ৩০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থাকা ইংল্যান্ডের রানরেট +০.৭৯০। এছাড়া ২০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে থাকা পাকিস্তানের রাটরেট +০.৭৪১।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

দ্বিতীয়স্থানে উঠে এলো বাংলাদেশ

দ্বিতীয়স্থানে উঠে এলো বাংলাদেশ

৯ নম্বরেই বাংলাদেশ, ভুল শুধরে নিল আইসিসি

৯ নম্বরেই বাংলাদেশ, ভুল শুধরে নিল আইসিসি

ইতিহাসের পাতায় পোলোস্যাক, আইসিসির অভিনন্দন

ইতিহাসের পাতায় পোলোস্যাক, আইসিসির অভিনন্দন

আইপিএলের কারণে পিছিয়ে গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল

আইপিএলের কারণে পিছিয়ে গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল