রানে তামিম, উইকেটে সেরা মিরাজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৪ এএম, ২৭ জানুয়ারি ২০২১
রানে তামিম, উইকেটে সেরা মিরাজ

তিন ম্যাচ ওয়ানডে সিরিজে সফররত ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয়বারের মতো হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। সদ্য শেষ হওয়া এ সিরিজে ব্যাট হাতে সর্বোচ্চ রান করেছেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল এবং বল হাতে সর্বোচ্চ উইকেট শিকারে রয়েছেন অফ-স্পিনার মেহেদী হাসান মিরাজ।

নিজের অধিনায়কত্ব শুরুর এ সিরিজে ৩ ইনিংসে ২টি হাফ-সেঞ্চুরিতে ১৫৮ রান করেছেন তামিম। ৫২ দশমিক ৬৬ গড়ে তামিমের রান তোলার স্ট্রাইক রেট ৭০ দশমিক ২২।

সিরিজে ৩ ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ১১৬ রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের রোভম্যান পাওয়েল। এরপরের তিনটি স্থান দখলে আছেন বাংলাদেশের ব্যাটসম্যানদের। সাকিব ১১৩, মুশফিকুর রহিম ৯২ ও মাহমুদউল্লাহ রিয়াদ ৭৩ রান করেছেন।

পুরো সিরিজে দু’দলের কোন ব্যাটসম্যানই সেঞ্চুরির দেখা পাননি। তবে পাঁচটি হাফ-সেঞ্চুরি হয়েছে। সবগুলো বাংলাদেশি ব্যাটসম্যানের ব্যাট থেকে এসেছে।

ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও সেরা বাংলাদেশ। ৩ ইনিংসে সর্বোচ্চ ৭টি উইকেট শিকার করেছেন মেহেদী হাসান মিরাজ। গড় ১০ দশমিক ২৮। মিরাজের পর দ্বিতীয় সর্বোচ্চ ৬টি করে উইকেট শিকার করেছেন বাংলাদেশের সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।

এছাড়া ৪টি করে উইকেট আছে বাংলাদেশের পেসার হাসান মাহমুদ ও ওয়েস্ট ইন্ডিজের স্পিনার আকিল হোসেনের।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

এক নজরে বাংলাদেশের হোয়াইটওয়াশ

এক নজরে বাংলাদেশের হোয়াইটওয়াশ

দ্বিতীয়স্থানে উঠে এলো বাংলাদেশ

দ্বিতীয়স্থানে উঠে এলো বাংলাদেশ

মাশরাফিকে পেছনে ফেলার ম্যাচে সেরা মুশফিক

মাশরাফিকে পেছনে ফেলার ম্যাচে সেরা মুশফিক

তিন তারকার একই স্কোর, তৃতীয়বার চার পঞ্চাশোর্ধ্বে বাংলাদেশ

তিন তারকার একই স্কোর, তৃতীয়বার চার পঞ্চাশোর্ধ্বে বাংলাদেশ