তিন ম্যাচ ওয়ানডে সিরিজে সফররত ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয়বারের মতো হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। সদ্য শেষ হওয়া এ সিরিজে ব্যাট হাতে সর্বোচ্চ রান করেছেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল এবং বল হাতে সর্বোচ্চ উইকেট শিকারে রয়েছেন অফ-স্পিনার মেহেদী হাসান মিরাজ।
নিজের অধিনায়কত্ব শুরুর এ সিরিজে ৩ ইনিংসে ২টি হাফ-সেঞ্চুরিতে ১৫৮ রান করেছেন তামিম। ৫২ দশমিক ৬৬ গড়ে তামিমের রান তোলার স্ট্রাইক রেট ৭০ দশমিক ২২।
সিরিজে ৩ ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ১১৬ রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের রোভম্যান পাওয়েল। এরপরের তিনটি স্থান দখলে আছেন বাংলাদেশের ব্যাটসম্যানদের। সাকিব ১১৩, মুশফিকুর রহিম ৯২ ও মাহমুদউল্লাহ রিয়াদ ৭৩ রান করেছেন।
পুরো সিরিজে দু’দলের কোন ব্যাটসম্যানই সেঞ্চুরির দেখা পাননি। তবে পাঁচটি হাফ-সেঞ্চুরি হয়েছে। সবগুলো বাংলাদেশি ব্যাটসম্যানের ব্যাট থেকে এসেছে।
ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও সেরা বাংলাদেশ। ৩ ইনিংসে সর্বোচ্চ ৭টি উইকেট শিকার করেছেন মেহেদী হাসান মিরাজ। গড় ১০ দশমিক ২৮। মিরাজের পর দ্বিতীয় সর্বোচ্চ ৬টি করে উইকেট শিকার করেছেন বাংলাদেশের সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।
এছাড়া ৪টি করে উইকেট আছে বাংলাদেশের পেসার হাসান মাহমুদ ও ওয়েস্ট ইন্ডিজের স্পিনার আকিল হোসেনের।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]