ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বল করার সময় কুঁচকিতে টান লাগায় মাঠের বাইরে চলে গেছেন বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ইনিংসের ৩০তম ও সাকিবের পঞ্চম ওভারের এ ঘটনা ঘটে।
বল হাতে চার ওভার ভালোভাবে বল করলেও নিজের পঞ্চম ওভারের পঞ্চম বল করতে গিয়ে কুঁচকিতে টান লাগায় বসে পড়েন সাকিব। পরে মাঠের মধ্যেই তাকে সেবা দেন ফিজিও। তবে এরপর আর বল করা সম্ভব না হওয়ায় মাঠের বাইরে চলে যান তিনি।
মাঠের বাইরে চলে যাওয়ার আগে ৪.৫ ওভার বল করে মাত্র ১২ রান দিয়েছেন তিনি। তবে কোন উইকেট শিকার করতে পারেননি তিনি। এর আগে ব্যাট হাতে ৮১ বলে ৫১ রানে ইনিংস খেলেছেন সাকিব।
সোমবার (২৫ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে বাংলাদেশ। ব্যাট হাতে বাংলাদেশের চার ব্যাটসম্যান পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেন। সাকিব ছাড়া বাকি তিনজন হলেন তামিম ইকবাল ৬৪, মুশফিকুর রহিম ৬৪ ও মাহমুদউল্লাহ রিয়াদ ৬৪।
এর আগে ২০১৪ সালে পাকিস্তানের বিপক্ষে ঢাকায় ৩২৬ রানের ইনিংস গড়ার পথে বাংলাদেশের এক ব্যাটসম্যান সেঞ্চুরি ও তিন ব্যাটসম্যান হাফ সেঞ্চুরি পেয়েছিলেন। পরের বছর স্কটল্যান্ডের বিপক্ষে ৩১৯ রান তাড়া করে জয়ের ম্যাচে চার ব্যাটসম্যান খেলেছিলেন পঞ্চাশোর্ধ্ব ইনিংস।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]