দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের টস হার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৭ এএম, ২৩ জানুয়ারি ২০২১
দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের টস হার

সিরিজের প্রথম ম্যাচ টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছিল বাংলোদেশ। প্রথমে ব্যাট করে বিপদে পড়ে হারের স্বাদ পাওয়া ওয়েস্ট ইন্ডিজ এবারও সেই একই পথে হাঁটলো। দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে সফরকারীরা।

তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে বুধবার (২০ জানুয়ারি) টস জিতে প্রথম ফিল্ডিং নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ১২২ রানে আটকে দিয়েছিল বাংলাদেশ। সাকিব আল হাসান ও অভিষিক্ত হাসান মাহমুদের বোলিং তোপে স্বল্প রানেই গুটিয়ে গিয়েছেল সফরকারীরা।

ওয়েস্ট ইন্ডিজকে অল্পতেই আটকে রেখে ৬ উইকেটে জয় তুলে নেয় তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দল। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয় ম্যাচ খেলতে নামলো টাইগার ক্রিকেটাররা।

এগিয়ে থাকায় বাংলাদেশের লক্ষ্য এ ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করা। কারণ, এ সিরিজ জিতলেই ওয়েস্ট ইন্ডিজকে টানা তিন সিরিজ হারানোর গৌরব অর্জন করবে বাংলোদেশ। অন্যদিকে সিরিজ রক্ষায় উইন্ডিজদেরও একমাত্র লক্ষ্য জয়।

এদিকে দ্বিতীয় ম্যাচে অপরিবর্তীত একাদশ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। তবে ওয়েস্ট ইন্ডিজ একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে। প্রথম ম্যাচ খেলা চেমার হোল্ডারকে বিশ্রাম দিয়ে কেজর্ন ওটলিকে একাদশে নেওয়া হয়েছে। 

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

ওয়েস্ট ইন্ডিজের একাদশ
জেসন মোহাম্মদ (অধিনায়ক), সুনীল অ্যামব্রিস, জসুয়া ডা সিলভা (উইকেটরক্ষক), আন্দ্রে ম্যাকার্থি, কাইল মায়ারস, এনক্রুমার বোনার, রোভম্যান পাওয়েল, রেমন রেইফার, আলজেরি জোসেফ, আকিল হোসেন ও কেজর্ন ওটলি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

দীর্ঘ বিরতির পর বাংলাদেশের দাপুটে জয়

দীর্ঘ বিরতির পর বাংলাদেশের দাপুটে জয়

আক্রমণাত্মক সম্ভব ছিল না, তামিমের কণ্ঠে সকলের প্রশংসা

আক্রমণাত্মক সম্ভব ছিল না, তামিমের কণ্ঠে সকলের প্রশংসা

মিরপুরেও ছিল বর্ণ-বৈষম্যের প্রতিবাদ

মিরপুরেও ছিল বর্ণ-বৈষম্যের প্রতিবাদ

ম্যাচ সেরা সাকিব ভাঙলেন নিজের রেকর্ড

ম্যাচ সেরা সাকিব ভাঙলেন নিজের রেকর্ড