নিষেধাজ্ঞা কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাকিব আল হাসানের ফেরার ম্যাচটি ছিল ঘরের মাঠে শততম ম্যাচ। নিজের প্রত্যাবর্তনের এ ম্যাচে অন্যন্য নজির গড়েছেন তিনি। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ঘরের মাঠে ১৫০তম উইকেট শিকারের স্বাদ নিয়েছেন বিশ্বসেরা এ ওয়ানডে অলরাউন্ডার।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া ‘বঙ্গবন্ধু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সিরিজ’-এর তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে এ মাইলফলক স্পর্শ করেন সাকিব। নিজেদের জয়ী এ ম্যাচে সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছে সাকিব আল হাসান।
ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ইনিংসের ১৩তম ও নিজের দ্বিতীয় ওভারেই উইকেট পান সাকিব। ৩৪ বলে ১২ রান করা আন্দ্রে ম্যাকার্থিকে বোল্ড করেন তিনি। এ উইকেট শিকারিই ঘরের মাঠে ১৫০তম উইকেট পূর্ণ করেন সাকিব।
ম্যাচের আগে ঘরের মাঠে সাকিবের পরিসংখ্যান ছিল ৯৯ ম্যাচে ১৪৯ উইকেট। এখন তার উইকেট সংখ্যা ১৫৩টি। দেশের বাইরে ১০৭ ম্যাচে তার শিকার ১১১টি। সব মিলিয়ে ২০৭ ওয়ানডেতে সাকিবের ঝুলিতে জমা হল ২৬৪টি উইকেট।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করার৭.২ ওভারের মাঝে ২টি মেডেন নিয়েছেন সাকিব। আর ৮ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে ইনিংসে সবচেয়ে কম রান দেওয়ার রেকর্ডটি সাকিবেরই ছিল।
এক যুগ আগে ২০০৯ সালের ১৯ জানুয়ারি শের-ই-বাংলা স্টেডিয়ামেই জিম্বাবুয়ের বিপক্ষে ১০ ওভারে ৪ মেডেনসহ ১১ রান দিয়ে নিয়েছিলেন ৩ উইকেট। যেখানে ইকোনমি রেট ছিল ১.১০। নিজের সেই রেকর্ড ভাঙলেন সাকিব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাকিব ওভারপ্রতি রান দিয়েছেন ১.০৯।
সাকিবের পরই ঘরের মাটিতে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ১০৩ ম্যাচে ১৪৭ উইকেট নিয়েছেন তিনি। এরপর আছেন স্পিনার আব্দুর রাজ্জাক। ৭৯ ম্যাচে রাজ্জাকের শিকার ১২২ উইকেট।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]