বাংলাদেশ-উইন্ডিজের ওয়ানডে ম্যাচের সময় পরিবর্তন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৫ এএম, ১২ জানুয়ারি ২০২১
বাংলাদেশ-উইন্ডিজের ওয়ানডে ম্যাচের সময় পরিবর্তন

২০ জানুয়ারি থেকে শুরু হওয়া বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ওয়ানডে সিরিজে ম্যাচ শুরুর সময়ে পরিবর্তন আনা হয়েছে। সাধারণত দুপুর দেড়টা বা আড়াইটায় খেলা শুরু হয়ে থাকে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিদ্ধন্ত যে, এবার ম্যাচ শুরু হবে বেলা সাড়ে ১১টায়।

বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘এখানে অনেক বিষয় বিবেচনা করা হয়েছে। আমরা এ সিদ্ধান্ত নেওয়ার আগে সম্প্রচার ব্যবস্থাপনা, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে কথা বলেছি।’

ম্যাচের সময় পরিবর্তনের পেছনের মূল কারণ হলো, সন্ধ্যায় শিশির খেলায় প্রভাব ফেলে। অক্টোবর-নভেম্বরে বিসিবি আয়োজিত সর্বশেষ ঘরোয়া টুর্নামেন্ট বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে সন্ধ্যা বেলায় শিশির প্রভাব ফেলেছিল।

অতিরিক্ত শিশিরের কারণে বল শক্ত করে ধরা কঠিন হয়ে পড়েছিল এবং তোয়ালে দিয়ে বল মুছতেই বোলারদের বেশিরভাগ সময় ব্যয় হয়েছিল। তাই বাধ্য হয়েই বিসিবি এবার ম্যাচের সময় পরিবর্তন করছে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে বসতি গড়তে লঙ্কান ক্রিকেটকে জয়সুরিয়ার বিদায়

যুক্তরাষ্ট্রে বসতি গড়তে লঙ্কান ক্রিকেটকে জয়সুরিয়ার বিদায়

স্মিথের অন্য রকম গর্ব

স্মিথের অন্য রকম গর্ব

ওয়েস্ট ইন্ডিজে করোনা হানা, স্কোয়াডে পরিবর্তন

ওয়েস্ট ইন্ডিজে করোনা হানা, স্কোয়াডে পরিবর্তন

ডিসেম্বরে বাংলাদেশেই বসছে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ

ডিসেম্বরে বাংলাদেশেই বসছে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ