তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শেষে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে আজ শুক্রবার (৪ ডিসেম্বর) ইংল্যান্ড ক্রিকেট দলের মাঠে নামার সূচি ছিল। তবে টস হওয়ার এক ঘণ্টারও কম সময় আগে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে স্থগিত করা হয়েছে। কারণ, প্রোটিয়া ক্রিকেট দলের একজনের শরীরে কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে।
ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের আগে দুই দলের খেলোয়াড়দের কোভিড-১৯ পরীক্ষা হয়। সেখানে শুক্রবার (৪ ডিসেম্বর) ম্যাচ শুরু এক ঘণ্টারও সময় আগে জানা যায়, দক্ষিণ আফ্রিকা দলের একজনের শরীরে কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে। সঙ্গে সঙ্গে সিরিজের প্রথম ম্যাচটি স্থগিত করা হয়।
শুক্রবার দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের (সিএসএ) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সিএসএর বিবৃতিতে বলা হয়, সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচের আগে বৃহস্পতিবার দলের সকরের কোভিড-১৯ পরীক্ষা করা হয়। সেখানে প্রোটিয়া দলের একজন খেলোয়াড়ের ইতিবাচক ফল আসে। এ অবস্থায় উভয় দলের খেলোয়াড়, ম্যাচ কর্মকর্তা এবং ম্যাচের সাথে জড়িত সকলের স্বাস্থ্য সুরক্ষা ও কল্যাণে সিরিজের প্রথম ম্যাচটি স্থগিত করা হয়।
সিএসএর ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কুগানড্রি গোভেন্ডার ও ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসনের সম্মতিতে সিরিজের প্রথম ম্যাচ স্থগিত করা হয়। এদিকে রোববার (৬ ডিসেম্বর) সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে উভয় দলের খেলোয়াড়দের আবারও কোভিড-১৯ পরীক্ষা করা হবে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]