অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়া ম্যাচে কোহলিদের জরিমানা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৮ এএম, ২৯ নভেম্বর ২০২০
অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়া ম্যাচে কোহলিদের জরিমানা

তিন ম্যাচ সিরেজের প্রথম ওয়ানডেতে সফররত ভারতের বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। করোনা পরবর্তী এবং বিশ্বকাপ সুপার লিগের প্রথম ম্যাচে হারের পর এবার আরও একটি দুঃসংবাদ পেল টিম ইন্ডিয়া। ওই ম্যাটে স্লো ওভারে রেটের কারণে কোহলিদের প্রত্যেকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমারা করা হয়েছে।

স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ৬৬ রানের ব্যবধানে হেরে গেছে ভারত। শুক্রবার (২৭ নভেম্বর) টস জিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেটে ৩৭৪ রান করে অস্ট্রেলিয়া। যা ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রানের রেকর্ড। এর আগে ২০০৩ বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে ৩৫৯ করেছিল অসিরা।

জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৮ রানে থেমে যায় কোহলির ভারত। ফলে ৬৬ রানের ব্যবধানে হেরে সিরিজে ১-০তে পিছিয়ে রয়েছে সফরকারীরা। এ অবস্থা শনিবার (২৮ নভম্বের) আইসিসি এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতের প্রত্যেক খেলোয়াড়ের ম্যাচ ফি থেকে ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সিডনিতে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্লো ওভার-রেটের কারণে ভারতের খেলোয়াড়দের তাদের ম্যাচের ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।

অস্ট্রেলিয়া কিংবদন্তি ও ওই ম্যাচের ম্যাচ রেফারি ডেভিড বুনের রিপোর্টের পর স্লো ওভার রেটের দায় স্বীকার করে নিয়েছে ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ফলে এ বিষয়ে আর কোন শুনানির প্রয়োজন হয়নি বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

অস্ট্রেলিয়ার রেকর্ড রানে ভারতের হার

অস্ট্রেলিয়ার রেকর্ড রানে ভারতের হার

ভারতীয় কোম্পানির বিরুদ্ধে অস্ট্রেলিয়া ক্রিকেট মাঠে প্রতিবাদ

ভারতীয় কোম্পানির বিরুদ্ধে অস্ট্রেলিয়া ক্রিকেট মাঠে প্রতিবাদ

কোহলির ব্যাট হাসলেই মুছে যাবে টেন্ডুলকার-পন্টিংয়ের নাম

কোহলির ব্যাট হাসলেই মুছে যাবে টেন্ডুলকার-পন্টিংয়ের নাম

‌‘কোহলিকে ছাড়া চাপে থাকবে ভারত’

‌‘কোহলিকে ছাড়া চাপে থাকবে ভারত’