ফিঞ্চ-স্মিথের সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার রান পাহাড়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২৬ এএম, ২৮ নভেম্বর ২০২০
ফিঞ্চ-স্মিথের সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার রান পাহাড়

প্রাণঘাতি করোনা পরবর্তী নিজেদের মাঠে প্রথমবারের মতো ক্রিকেটে ফিরেছে অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে অ্যারন ফিঞ্চ ও স্টিভ স্মিথের সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছে স্বাগতিকরা। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩৭৪ রান।

শুক্রবার (২৭ নভেম্বর) ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানপে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে স্বাগতিকরা। দলপতি ফিঞ্চের সঙ্গে ইনিংস উদ্বোধনে মাঠে নামেন ডেভিড ওয়ার্নার। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ১৫৬ রান।

মোহাম্মদ শামীর বলে ৬৯ রানে ওয়ার্নার সাজঘরে ফিরলে ব্যাট হাতে মাঠে নামেন স্মিথ। এরপর দু’জনে মিলে ভারতীয় বোলারদের ওপর ঝড় তোলেন। ১২৪ বলে ১১৪ করে বুমরাহর বলে ফিঞ্চ সাজঘরে ফিরলেও আক্রমণাত্মকভাবে খেলেন স্মিথ।

মাত্র ৬২ বলে সেঞ্চুরি পূরণ করা স্মিথ শেষ ওভারে আউট হওয়ার আগে নিজের নামের পাশে যোগ করেন ১০৫ রান। ৬৬ বলে ১১টি চার ও ৪টি ছক্কা হাকিয়ে এ রান করেন তিনি। এর আগে মাত্র ১৯ বলে ৪৫ রানের একটি বিধ্বংসী ইনিংস উপহার দেন গ্লেন ম্যাক্সওয়েল। ফলে নির্ধারিত ৫০ ওভারে শেষে ৩৭৪ রানে থামে স্বাগতিকরা।

ভারতের হয়ে তিন উইকেট শিকার করেছেন মোহাম্মদ শামি। এছাড়া বুমরাহ, নভদীপ সাইনি ও যুবেন্দ্র চাহাল একটি করে উইকেট নিয়েছেন।

ভারত একাদশ
বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), শিখর ধাওয়ান, মায়াঙ্ক আগারওয়াল, শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, নবদীপ সাইনি, জসপ্রিত বুমরাহ ও যুজবেন্দ্রা চাহাল।

অস্ট্রেলিয়া একাদশ
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশানে, মার্কুস স্টোয়িনিস, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, এডাম জাম্পা ও জশ হ্যাজেলউড।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

অস্ট্রেলিয়ায় নতুন জার্সিতে সুপার লিগ শুরু ভারতের

অস্ট্রেলিয়ায় নতুন জার্সিতে সুপার লিগ শুরু ভারতের

দুই টেস্টে ‘নেই’ রোহিত-ইশান্ত, চিন্তার ভাঁজ ভারতের কপালে

দুই টেস্টে ‘নেই’ রোহিত-ইশান্ত, চিন্তার ভাঁজ ভারতের কপালে

কোহলির ব্যাট হাসলেই মুছে যাবে টেন্ডুলকার-পন্টিংয়ের নাম

কোহলির ব্যাট হাসলেই মুছে যাবে টেন্ডুলকার-পন্টিংয়ের নাম

স্ত্রীর পাশে থাকতে টেস্ট সিরিজ খেলবেন না কোহলি

স্ত্রীর পাশে থাকতে টেস্ট সিরিজ খেলবেন না কোহলি