অস্ট্রেলিয়ায় নতুন জার্সিতে সুপার লিগ শুরু ভারতের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৬ এএম, ২৮ নভেম্বর ২০২০
অস্ট্রেলিয়ায় নতুন জার্সিতে সুপার লিগ শুরু ভারতের

ছবি : ক্রিকেট অস্ট্রেলিয়া

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে মার্চ থেকে স্তব্ধ থাকা বিশ্ব ক্রিকেট জুলাইয়ে মাঠে ফিরেছে। এবার করোনা পরবর্তী আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলো টিম ইন্ডিয়া। নতুন জার্সিতে অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে খেলতে মাঠে নেমেছে বিরাট কোহলিররা। সেই সাথে প্রথমবারের মতো বিশ্বকাপ সুপার লিগের খেলা শুরু করলো ভারত।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শুক্রবার (২৭ নভেম্বর) টস জিতে প্রথমে ব্যাট করছে স্বাগতিক অস্ট্রেলিয়া। করোনা পরবর্তী নিজেদের মাঠে অস্ট্রেলিয়ার এটাই প্রথম ম্যাচ। এর আগে ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলেছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের ধারাটা অব্যাহত রাখতে চায় ভারত। অন্যদিকে, ভারতের বিপক্ষে সিরিজ জয়ের ধারায় ফিরতে চায় অস্ট্রেলিয়া।

গত ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের মাটিতে সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছে ভারত। এরপর দেশের মাটিতে মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করেও বৃষ্টির কারণে প্রথম ম্যাচ পন্ডু এবং এরপর করোনার প্রকোপে বাতিল হয়ে যায় পুরো সিরিজ।
sportsmail24
সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল ভারত। অস্ট্রেলিয়ার মাটিতে সেটিই ছিল ভারতের প্রথম দ্বিপক্ষীয় সিরিজ জয়। তবে ২০১৯ সালের জানুয়ারিতে ওই সিরিজের অনেকেই এবারের ভারতীয় দলে নেই। ইনজুরির কারণে রোহিত শর্মা, ক্রিকেটকে বিদায় বলায় মহেন্দ্র সিং ধোনি ছাড়াও অফ-ফর্মের কারণে অনেকেই দলে জায়গায় হারিয়েছেন।

অন্যদিকে নিজেদের মাঠে বিশ্বকাপ সুপার লিগের সিরিজের সব ম্যাচই জিততে চায় অস্ট্রেলিয়া। করোনার মধ্যে ইতোমধ্যে ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলেছে তারা। তিন ম্যাচের সিরিজে ওয়ানডেতে জিতলেও টি-টোয়েন্টিতে হেরেছে।

তবে জৈব-সুরক্ষা বলয়ের মাঝে সিরিজ খেলার অভিজ্ঞতা ভারতের বিপক্ষে কাজে দিবে বলে মনে করেন অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার। বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে আমরা সাফল্য পেয়েছি। এবার নিজেদের মাটিতে সিরিজ জয়ই প্রধান লক্ষ্য। সিরিজের সব ম্যাচে চোখ সকলের। কারণ, এটি বিশ্বকাপ সুপার লিগের অংশ। এখানে এক ম্যাচ হেরে গেলেই, পয়েন্ট নষ্ট হবে। আমরা পূর্ণ পয়েন্ট পেতে চাই।

ভারত একাদশ
বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), শিখর ধাওয়ান, মায়াঙ্ক আগারওয়াল, শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, নবদীপ সাইনি, জসপ্রিত বুমরাহ ও যুজবেন্দ্রা চাহাল।

অস্ট্রেলিয়া একাদশ
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশানে, মার্কুস স্টোয়িনিস, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, এডাম জাম্পা ও জশ হ্যাজেলউড।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

দুই টেস্টে ‘নেই’ রোহিত-ইশান্ত, চিন্তার ভাঁজ ভারতের কপালে

দুই টেস্টে ‘নেই’ রোহিত-ইশান্ত, চিন্তার ভাঁজ ভারতের কপালে

কোহলির ব্যাট হাসলেই মুছে যাবে টেন্ডুলকার-পন্টিংয়ের নাম

কোহলির ব্যাট হাসলেই মুছে যাবে টেন্ডুলকার-পন্টিংয়ের নাম

ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া টেস্ট স্কোয়াডে নতুন পাঁচ মুখ

ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া টেস্ট স্কোয়াডে নতুন পাঁচ মুখ

স্ত্রীর পাশে থাকতে টেস্ট সিরিজ খেলবেন না কোহলি

স্ত্রীর পাশে থাকতে টেস্ট সিরিজ খেলবেন না কোহলি