টানা সাড়ে সাত মাস পর ক্রিকেট খেলতে নেমেছিল জিম্বাবুয়ে। নিজেদের তুলনায় শক্তিশালী স্বাগতিক পাকিস্তানের সাথে বেশ লড়াই জমিয়েছিল চামু চিভাভার নেতৃত্বে জিম্বাবুয়ে ক্রিকেট দল। তবে ব্রেন্ডন টেইলের দুর্দান্ত সেঞ্চুরির পর হারের স্বাদ নিল তারা।
শুক্রবার (৩০ অক্টোবর) জিম্বাবুয়ের তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ২৬ রানে জয় তুলে নিয়েছে স্বাগতিক পাকিস্তান। তবে দল হারলেও ১১৭ বলে ১১২ রান করা টেইলরের হাতে উঠেছে ম্যাচ সেরা পুরস্কার।
আইসিসি ওয়ানডে সুপার লিগের অন্তর্ভুক সিরিজের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮১ রানের সংগ্রহ গড়ে স্বাগতিকরা। জবাবে ব্যাট করতে নেমে ব্রেন্ডন টেইলের দুর্দান্ত সেঞ্চুরির পরও দুই বল বাকি থাকতে ২৫৫ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।
পাকিস্তানের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৭১ রান করেন হারিস সোহেল। ৮২ বলে তার এ ইনিংসে ৬টি চার ও ২টি ছক্কার মার মারেন তিনি। এছাড়া ইমাম-উল-হক ৫৮ রান করেন। ৩৪ রানে অপরাজিত ছিলেন ইমাদ ওয়াসিম। জিম্বাবুয়ের বোলারদের মধ্যে মুজারাবানি ও চিসোরো ২টি করে এবং সিকান্দার রাজা ও মুম্বা ১টি করে উইকেট শিকার করেন।
২৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ২ রানেই প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে। সজঘরে ফেরা চারির ব্যাট থেকেই আসে সেই ২ রান। এরপর দলীয় ২৮ রানে আরেক ওপেনার ও অধিনায়ক চামু চিবাবাকে হারায় সফরকারীরা। দু’জনকেই বোল্ড করেন আফ্রিদি।
২৮ রানে ২ উইকেট হারানোর পর ব্যাট হাতে চার নম্বরে মাঠে নামা টেইলর শুরু করেন লড়াই। তৃতীয় উইকেটে ক্রেইগ আরভিনকে নিয়ে ৭১ রান যোগ করেন টেইলর। ৬৪ বল খেলে ৪১ রান করা আরভিন থামেন স্পিনার ইমাদ ওয়াসিমের বলে।
এরপর অভিজ্ঞ শন উইলিয়ামস বেশিক্ষণ টেকেননি। ১৪ বলে মাত্র ৪ রান করেন তিনি। ১১৫ রানে ৪ উইকেট হারানো দলকে টেনে নেন টেইলর ও মাধেভেরে। ৬৫ বলে ফিফটি করে ম্যাচসেরা টেইলর। পরের ফিফটি করেন ৪১ বলে, অর্থাৎ সেঞ্চুরি পূরণ করেন ১০৬ বলে।
টেইলরের সাথে দুর্দান্ত খেলে যাওয়া তরুণ ক্রিকেটার মাধেভেরে নিজের চতুর্থ ওয়ানডেতেই পেয়ে যান দ্বিতীয় ফিফটির দেখা। টেইলর-মাধেভেরে উইকেটে থাকাকালে শেষ ৩০ বলে জয়ের জন্য জিম্বাবুয়ের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৮ রান। যা তাদের দুজনের সামনে খুব কিছু বলে মনি হচ্ছিল না। তবে দেয়াল হয়ে দাঁড়ান আফ্রিদি ও ওয়াহাব।
৫৫ রান করা মাধেভেরে বোল্ড করেন ওয়াহাব। দু’জনের ১১৯ রানের জুটি ভাঙার পরের ওভারেই টেইলরকে থামান আফ্রিদি। জয়ের কাছে গিয়েও ছিটকে যায় জিম্বাবুয়ে। কারণ, পরের ব্যাটসম্যানরা ছিলেন আশা-যাওয়া মাঝে। শেষ পর্যন্ত ৪৯.৪ ওভারে ২৫৫ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান : ৫০ ওভারে ২৮২/৮ (ইমাম ৫৮, আবিদ ২১, বাবর ১৯, হারিস সোহেল ৭১, ইমাদ ৩৪*; মুম্বা ৮-০-৬৯-১, মুজারাবানি ৯-০-৩৯-২, চিবাবা ২-০-১৬-০, রাজা ৯-০-৪৫-১, চিসোরো ৫-০-৩১-২)।
জিম্বাবুয়ে : ৪৯.৪ ওভারে ২৫৫ (আরভিন ৪২, টেইলর ১১২, মাধেভেরে ৫৫; আফ্রিদি ১০-০-৪৯-৫, ওয়াহাব ৯.৪-০-৪১-৪, ইমাদ ১০-০-৪৯-১)।
ফল : পাকিস্তান ২৬ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: ব্রেন্ডন টেইলর (জিম্বাবুয়ে)
সিরিজ : ৩ ম্যাচ সিরিজে পাকিস্তান ১-০তে এগিয়ে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]