ওয়ানডেতে পঞ্চম দ্রুত পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। আজ ওয়েলিংটনে ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ১১২ রানের ইনিংস খেলার পথে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। ১১৯তম ইনিংসে এই রেকর্ড স্পর্শ করেন উইলিয়ামসন।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডে খেলতে নামার আগে পাঁচ হাজার রান পূর্ণ করার জন্য উইলিয়ামসনের প্রয়োজন ছিলো ১৫ রান। কারন তার নামের পাশে ওয়ানডে পরিসংখ্যান ছিলো ১২৪ ম্যাচের ১১৮ ইনিংসে ৪৯৮৫ রান। তৃতীয় ওয়ানডেতে নিজেদের ইনিংসে অষ্টম ওভারের শেষ বলে বাউন্ডারি মেরে পাঁচ হাজার রান পূর্ণ করেন উইলিয়ামসন।
ওয়ানডেতে দ্রুত পাঁচ হাজার রানের মালিক হলেন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা। ২০১৫ সালে ডারবানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০৪ ম্যাচের ১০১তম ইনিংসে পাঁচ হাজার রান পূর্ণ করে বিশ্বরেকর্ডের মালিক আমলা।