বিশ্বকাপের ফাইনাল খেলে অবসর নিতে চান ফিঞ্চ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০২ এএম, ২২ আগস্ট ২০২০
বিশ্বকাপের ফাইনাল খেলে অবসর নিতে চান ফিঞ্চ

ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার নকশা করে ফেলেছেন অস্ট্রেলিয়ার সীমিত ওভারের অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ২০২৩ সালে ভারতের মাটিতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেলেই জাতীয় দলকে বিদায় বলার ইচ্ছা প্রকাশ করেছেন ফিঞ্চ।

করোনাভাইরাসের বিরতির মধ্যেই ক্রিকেট ক্যারিয়ার নিয়ে লক্ষ্য স্থির করেন ৩৩ বছর বয়সী ফিঞ্চ। অবসরের বিষয়ে অস্ট্রেলিয়ার একটি রেডিওকে ফিঞ্চ বলেন, ‘ভারতে ২০২৩ বিশ্বকাপের ফাইনাল হবে আমার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ দিন। এটাই আমার লক্ষ্য এবং আমার সিদ্ধান্তে আমি অনড়।’

তিনি আরও বলেন, ‘করোনার বিরতির কিছুদিন আগ থেকেই ক্যারিয়ার নিয়ে ভাবনা শুরু করি। বিরতির সময়ে বিষয়টা নিশ্চিত করে ফেলি। বিশ্বকাপের সময় আমার বয়স ৩৬ বছর হয়ে যাবে। এর মাঝে অবশ্য আমার ফর্ম, ইনজুরির বিষয়ও থাকছে। এর আগে যদি, ফিটনেস নিয়ে কোন সমস্যা হয়, তবে পরিকল্পনায় পরিবর্তন আসতেও পারে।’

করোনার কারণে মার্চ থেকে ক্রিকেট বন্ধ ছিল। অবশেষে ৮ জুলাই ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দিয়ে আবারও মাঠে ক্রিকেট ফিরে। সেপ্টেম্বর মাসে ইংল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে অস্ট্রেলিয়া। দীর্ঘ দিনের বিরতি ক্রিকেটারদের উপকারই হয়েছে বলে জানান ফিঞ্চ।

তিনি বলেন, ‘এই বিরতি অনেক মানুষের জন্য ছিল ভীষণ কঠিন। অ্যাথলেটদের জন্যও কঠিন ছিল। তবে যারা বিরতিহীন ভ্রমণ করে এবং বছরে ১০-১১ মাস খেলে তাদের জন্য এটা ছিল মানসিকভাবে সতেজ হওয়ার সুযোগ। এটার প্রয়োজন ছিল, যে সুযোগ আগে হয়নি আমাদের। আশা করি, বিরতির পর নিজেদের রুপে ফিরতে পারবো।’

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে ইতোমধ্যে দেশ ছেড়েছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ভালো করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন ফিঞ্চ। তিনি বলেন, ‘দীর্ঘদিন পর ক্রিকেট খেলতে নামবো। তর সইছে না। বুঝতে পারছি না, কী হবে। তবে ভালো করার জন্য আমরা সকলেই মুখিয়ে আছি। তবে সকলকে সাবধানে থাকতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সকলকে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

সাসেক্স ছেড়ে দেশে যাচ্ছেন কোচ জেসন গিলেস্পি

সাসেক্স ছেড়ে দেশে যাচ্ছেন কোচ জেসন গিলেস্পি

অবসরের আগেই আফগান বোর্ডের দায়িত্বে মোহাম্মদ নবী

অবসরের আগেই আফগান বোর্ডের দায়িত্বে মোহাম্মদ নবী

বিশ্বকাপের আগে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করতে চায় আফগানিস্তান

বিশ্বকাপের আগে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করতে চায় আফগানিস্তান

শ্রীলঙ্কা গিয়ে দল ঘোষণা করবে বাংলাদেশ

শ্রীলঙ্কা গিয়ে দল ঘোষণা করবে বাংলাদেশ