প্রোটিয়া নারীদের ইংল্যান্ড সফর বাতিল, নেপথ্যে ভ্রমণ বিধিমালা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪৪ এএম, ১৯ আগস্ট ২০২০
প্রোটিয়া নারীদের ইংল্যান্ড সফর বাতিল, নেপথ্যে ভ্রমণ বিধিমালা

আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী চলতি বছরের সেপ্টেম্বরে চার ম্যাচের ওয়ানডে সিরিজ ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যাওয়ার সূচি ছিল দক্ষিণ আফ্রিকা নারী দলের। তবে ইংল্যান্ড সফরে যাওয়া হচ্ছে না প্রোটিয়া নারীদের।

আন্তর্জাতিক ভ্রমণ বিধিমালার কারণে দুই বোর্ডের সম্মতিতে সেপ্টেম্বরের ওই সিরিজটি বাতিল করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

ইংল্যান্ড সফরের আগে ২৪ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিল দক্ষিণ আফ্রিকা। যাদেরকে নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছিল অনুশীলন ক্যাম্প। সিরিজ বাতিল হওয়ার আগে প্রিটোরিয়ায় তাদের দ্বিতীয় ধাপের অনুশীলন ক্যাম্প হওয়ার কথা ছিল। কিন্তু সিরিজ বাতিল হওয়ায় ক্রিকেটাররা তাদের নিজস্ব প্রদেশগুলোতে একের পর এক প্রশিক্ষণ নেবে।

ঘটনাচক্রে, দক্ষিণ আফ্রিকার নারী দলের এই সিরিজটি তৃতীয়বারের মতো কোভিড -১৯ এর কারণে বাতিল বা পিছিয়ে দেওয়া হয়েছে। মার্চ মাসে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা সফর করতে চলেছিল, সেই সফরও বাতিল করা হয়েছিল। এদিকে, চলতি বছরের মে মাসে নির্ধারিত ওয়েস্ট ইন্ডিজ নারী দলের দক্ষিণ আফ্রিকা সফর স্থগিত করা হয়েছে।

সিরিজ স্থগিত হওয়া নিয়ে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের পরিচালক গ্রায়েম স্মিথ বলেন, ‘এটি আমাদের জন্য হতাশাজনক। শীর্ষ মানের বিরোধী দলের বিপক্ষে আমাদের আরও একটি খেলার সুযোগ আবার বাতিল করতে হয়েছে। তবে বরাবরের মতো আমাদের কাছে আমাদের প্লেয়ার ও সাপোর্ট স্টাফদের নিরাপত্তা সবার আগে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ওকসের বদলি হিসেবে দিল্লি ক্যাপিটালসে অ্যানরিচ নর্টজে

ওকসের বদলি হিসেবে দিল্লি ক্যাপিটালসে অ্যানরিচ নর্টজে

ড্র’তেই মিমাংসা হলো ইংল্যান্ড-পাকিস্তানের দ্বিতীয় টেস্ট

ড্র’তেই মিমাংসা হলো ইংল্যান্ড-পাকিস্তানের দ্বিতীয় টেস্ট

ইংল্যান্ড পাকিস্তানের কাছে ঋণী : আকরাম

ইংল্যান্ড পাকিস্তানের কাছে ঋণী : আকরাম

ধোনিকে নিজের দলে খেলাতে চান ওয়ার্ন

ধোনিকে নিজের দলে খেলাতে চান ওয়ার্ন