২০১৯ বিশ্বকাপ বাছাইপর্বকে সামনে রেখে উজ্জীবিত আফগানিস্তান এবার পরাস্ত করেছে ওয়েস্ট ইন্ডিজকে। হারারেতে অনুষ্ঠিত অনুশীলন ম্যাচে দওলাত জারদানের হ্যাটট্রিকে সহজ জয় তুলে নিয়েছে আফগানরা।
এশিয়ান দলটি পুরো ম্যাচেই আধিপত্য দেখিয়ে ডিএল মেথডে ৩৫ ওভারের ম্যাচে ২৯ রানের জয় পায়। আগামী ৪-২৫ মার্চ জিম্বাবুয়ের মাটিতে অনুষ্ঠিত হবে বিশ^কাপ বাছাইপর্ব।
বৃষ্টির কারণে ম্যাচে ওভারের সংখ্যা কমে গেলে দুই দলের জন্য ৩৫ ওভার করে নির্ধারন করা হয়। প্রথমে ব্যাটিং থেকে শেষ উইকেটে খেলতে নামা গুলবাদান নাইবের ৩৮ বলে ৪৮ রানে ভর করে আফগানিস্তান ৯ উইকেটে ১৬৩ রান সংগ্রহ করে। পরবর্তীতে ডার্ক ওয়ার্থ লুইস পদ্ধতিতে ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৪০। জবাবে ক্যারিবীয়দের ইনিংস ২৬.৪ ওভারে ১১০ রানেই গুটিয়ে যায়। তারকা ব্যাটসম্যান ক্রিস গেইল মাত্র ৯ রানে আউট সাজঘরের পথ ধরেন। এরপর জারদান পরপর তিন বলে শিমরন হেটমায়ার, রোভমান পাওয়েল ও কার্লোস বার্থওয়েইটের উইটেক তুলে নিয়ে হ্যাটট্রিক পূরণ করেন। টিনএজ লেগ স্পিনার রশীদ খান ইনজুরি আক্রান্ত আজগার স্তানিকজাইয়ের পরিবর্তে দলের অধিনায়কত্ব করেছেন। ৩.৪ ওভারে মাত্র ৭ রানে ২ উইকেট তুলে নিয়ে আফগানদেন জয় নিশ্চিত করেন রশীদ।
মঙ্গলবার অপর অনুশীলন ম্যাচে নেপাল ৫ উইকেটে সংযুক্ত আরব আমিরাতকে, নেদারল্যান্ড ৮ উইকেটে হংকংকে ও স্কটল্যান্ড ৭ উইকেটে পাপুয়া নিউ গিনিকে পরাজিত করেছে। স্বাগতিক জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের মধ্যকার অনুশীলন ম্যাচটি বৃষ্টির কারনে একটি বলও মাঠে গড়ায়নি।
সংক্ষিপ্ত স্কোর (বৃষ্টির কারণে ওভার কমিয়ে ৩৫ ওভার করা হয়)
আফগানিস্তান ১৬৩-৯, ৩৫ ওভার (গুলকবাদান নাইব ৪৮: শেলডন কটরেল ৩-৪৩)
ওয়েস্ট ইন্ডিজ অল আউট ১১০, ২৬.৪ ওভার (এভিন লুইস ৩৬: জারদান ৪-২৬)
ফল : আফগানিস্তান ২৯ রানে জয়ী (ডিএল মেথড)