আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের প্রথম আসর। ওয়ানডে সিরিজকে সামনে রেখে মঙ্গলবার (২৮ জুলাই) ১৪ সদস্যের দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড । যেখানে জায়গা পেয়েছেন আফ্রিকান কার্টিস ক্যাম্পার।
প্রথমবারের মতো আয়ারল্যান্ড দলে ডাক পেয়েছেন দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া কার্টিস ক্যাম্পার। ইমার্জিং ক্রিকেটার হিসেবে সম্প্রতি আায়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের চুক্তিবদ্ধ হয়েছেন ক্যাম্পার। ক্যাম্পার ছাড়াও দলে জায়গা পেয়েছেন আনক্যাম্পড ক্রিকেটার হ্যারি টেক্টর। যিনি কি-না মার্ক অ্যাডায়ারের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন।
২২ জনের অনুশীলন দল থেকে বাড় পড়া ৮ ক্রিকেটার দলের সাথেই থাকবেন। আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক অ্যান্ড্রু হোয়াইট বলেছেন, দুটি প্রস্তুতি ম্যাচের ফর্মের পাশাপাশি লকডাউনের আগে ফর্মের ভিত্তিতেই দল বাছাই করা হয়েছে।
আসন্ন সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। যেখানে ৫ আগস্ট পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে ৩০ জুলাই আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে মরগানরা। বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১ ও ৪ আগস্ট। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সাউথ্যাম্পটনে দর্শকশূন্য স্টেডিয়ামে।
এছাড়া আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৪ সদস্যের স্কোয়াডও ঘোষণা করেছে ইসিবি। যেখানে রাখা হয়েছে প্রথম টেস্ট দল খেলার পর বাদ পড়া জো ডেনলিকে। এছাড়া দীর্ঘ ৪ বছর পর দলে জায়গা পেয়েছেন রিচ টপলি। তবে দলে রাখা হয়নি আর্চার-স্টোকসকে।
আয়ারল্যান্ডের ১৪ জনের স্কোয়াড
অ্যান্ড্রু ব্যালবির্নি (অধিনায়ক), পল স্টার্লিং (সহ-অধিনায়ক), জস লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রিন, ব্যারি ম্যাকার্থি, গ্যারেথ ডেলানি,কেভিন ও’ব্রায়েন, কার্টিস ক্যাম্পার, উইলিয়াম পোর্টারফিল্ড, বয়েড র্যানকিন, সিমি সিং, হ্যারি টেক্টর, লর্কান টাকার, ক্রেইগ ইয়াং।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]