মাঠে গড়াচ্ছে বিশ্বকাপ সুপার লিগের প্রথম আসর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১৭ এএম, ২৮ জুলাই ২০২০
মাঠে গড়াচ্ছে বিশ্বকাপ সুপার লিগের প্রথম আসর

করোনার কারণে কেবল দ্বিপাক্ষিক সিরিজই নয় ব্যঘাত ঘটেছে আইসিসির ইভেন্টগুলোর সূচিতেও। করোনার পরিস্থিতি ক্রমান্বয়ে প্রতিকূলে যাওয়ায় নির্ধারিত সময়ে মাঠে গড়ায়নি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের প্রথম আসর। দেরিতে হলেও বৃহস্পতিবার (৩০ জুলাই) আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ দিয় মাঠে গড়াতে যাচ্ছে বিশ্বকাপ সুপার লিগের প্রথম আসর।

রোববার (২৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন আইসিসির জেনারেল ম্যানেজার জিওফ অ্যালার্ডিস।

তিনি বলেন, ‘আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের ম্যাচ দিয়ে বিশ্বকাপ সুপার লিগ শুরু করতে পারায় আমরা আনন্দিত। এই লিগের মাধ্যমে আগামী তিন বছর ওয়ানডে ক্রিকেটে বাড়তি মাত্রা যোগ হবে। কারণ লিগটি ২০২৩ সালের বিশ্বকাপে অংশগ্রহণের সাথে জড়িত। সুপার লিগের ফলে বিশ্বের ক্রিকেট দর্শকরা আরও জমজমাট খেলা উপভোগ করতে পারবে।’

২০২৩ সালে ভারতের মাটিতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপ ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ওই বছরের অক্টোবর-নভেম্বরে নেওয়া হয়েছে। বিশ্বকাপ পিছিয়ে যাওয়ায় সুপার লিগের জন্য ভালো হয়েছে বলে জানান অ্যালার্ডিস। তিনি মনে করেন, ওই বিশ্বকাপ পিছিয়ে যাওয়ায় স্থগিত হওয়া সিরিজগুলো আয়োজনের ষথেষ্ঠ সময় পাওয়া যাবে।

তিনি বলেন, ‘গত সপ্তাহে ২০২৩ সালের বিশ্বকাপটি ওই বছরের শেষের দিকে আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাতে কোভিড-১৯ এর কারণে যেসব সিরিজ স্থগিত হয়ে গেছে, সেগুলো আয়োজন করার যথেষ্ঠ সময় পাবো। এখন আমরা মাঠের খেলার মাধ্যমেই বাছাইয়ের সিদ্ধান্ত নিতে পারব, যা খুবই গুরুত্বপূর্ণ।’

মোট ১৩টি দল নিয়ে হবে এই ওয়ানডে সুপার লিগ। যেখানে আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষে থাকা ১২ দলের সাথে সুযোগ পাবে ২০১৫-১৭ মৌসুমের সুপার লিগের চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস। যেখানে দলগুলো হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে ৪টি করে মোট ৮টি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। আয়োজক ভারত ব্যতীত এই লিগের শীর্ষ ৭ দল সরাসরি ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ খেলার সুযোগ পাবে।

এদিকে চলতি বছরের সেপ্টেম্বরে নামিবিয়ার মাটিতে অনুষ্ঠিত আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগ ২ এ পাপুয়া নিউগিনি ও যুক্তরাষ্ট্র যুক্ত থাকায় তা স্থগিত করা হয়। যার সূচি পরবর্তীতে পুনর্নির্ধারণ করা হবে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকাকে আতিথেয়তা দিতে চায় ওয়েস্ট ইন্ডিজ

দক্ষিণ আফ্রিকাকে আতিথেয়তা দিতে চায় ওয়েস্ট ইন্ডিজ

সৌরভ আইসিসির দায়িত্ব নিলে একটা পরিবর্তন আসবে : সাঙ্গাকারা

সৌরভ আইসিসির দায়িত্ব নিলে একটা পরিবর্তন আসবে : সাঙ্গাকারা

ঘণ্টার পর ঘণ্টা কাঁদতেন ইমাম-উল হক

ঘণ্টার পর ঘণ্টা কাঁদতেন ইমাম-উল হক

বাতিল হচ্ছে পিএসএলের বাকি অংশ

বাতিল হচ্ছে পিএসএলের বাকি অংশ