ডেনলিকে নিয়ে ইংল্যান্ডের ভিন্ন পরিকল্পনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৮ এএম, ২৬ জুলাই ২০২০
ডেনলিকে নিয়ে ইংল্যান্ডের ভিন্ন পরিকল্পনা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের প্রথম ম্যাচের দুই ইনিংসে ১৮ ও ২৯ রান করেন ডান’হাতি ব্যাটসম্যান জো ডেনলি। প্রথম টেস্টের দলে থাকলেও, সিরিজের পরের দু’টেস্টের একাদশে জায়গা হয়নি তার। বড় ইনিংস খেলতে না পারার সাথে, নিয়মিত অধিনায়ক জো রুট ফেরায় নিজের জায়গা হারান ডেনলি।

তবে ডেনলিকে অন্য পরিকল্পনায় রেখেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য প্রস্তুতির জন্যই ইংল্যান্ডের অনুশীলন ক্যাম্পে ডেনলিকে সুযোগ দিয়েছে ইসিবি।

ডেনলির সাথে দল ছাড়ার জন্য অনুমতি পেয়েছেন আরও চার ক্রিকেটার। তারা হলেন ড্যান লরেন্স, ক্রেইগ ওভারটন, অলি রবিনসন ও অলি স্টোন। অবশ্য তারা ফিরছেন ইংলিশ কাউন্টি ক্রিকেটে।

৫ আগস্ট পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে ৩০ জুলাই আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে মরগানরা। বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১ ও ৪ আগস্ট। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সাউথ্যাম্পটনে।

আয়ারল্যান্ড-ইংল্যান্ড সিরিজের সূচি:

ওয়ানডে সিরিজ:
প্রথম ওয়ানডে : ৩০ জুলাই, সাউদাম্পটনের এজ বোল
দ্বিতীয় ওয়ানডে : ১ আগস্ট, সাউদাম্পটনের এজ বোল
তৃতীয় ওয়ানডে : ৪ আগস্ট, সাউদাম্পটনের এজ বোল

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএল ছাড়পত্রে নিউজিল্যান্ডের শর্ত

আইপিএল ছাড়পত্রে নিউজিল্যান্ডের শর্ত

শিক্ষা নিয়েছেন, এবার শেখাবেন সাকিব

শিক্ষা নিয়েছেন, এবার শেখাবেন সাকিব

আইপিএলের দিনক্ষণ চূড়ান্ত, চলবে ৫১ দিন

আইপিএলের দিনক্ষণ চূড়ান্ত, চলবে ৫১ দিন

অস্ট্রেলিয়ার নৈতিকতা নিয়ে প্রশ্ন তুললেন শোয়েব

অস্ট্রেলিয়ার নৈতিকতা নিয়ে প্রশ্ন তুললেন শোয়েব