পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামার আগে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে স্বাগতিক ইংল্যান্ড। আইরিশদের বিপক্ষে সিরিজ শুরুর আগে ছিটকে গেলেন ইংল্যান্ডের লেগ স্পিনার ম্যাট পার্কিনসন।
এক টুইটার বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
আয়ারল্যান্ড সিরিজ শুরুর আগে ইতোমধ্যে অনুশীলন ক্যাম্প শুরু করেছে ইংলিশরা। এছাড়া মঙ্গলবার (২১ জুলাই) নিজেদের মাঝে আন্তঃস্কোয়াড প্রস্তুতি ম্যাচ খেলেছে অনুশীলন ক্যাম্পে থাকা ক্রিকেটাররা। এর আগে সোমবার (২০ জুলাই) অনুশীলন করার সময় পায়ের গোঁড়ালিতে চোট পান পার্কিনসন। তাতে আইরিশদের বিপক্ষে খেলা হচ্ছে না তার।
ল্যাঙ্কাশায়ারের হয়ে মাঠ মাতানো পার্কিনসনের ইতোমধ্যে জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছে। চলতি বছরের শুরুর দিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় তার। এছাড়া ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতেও অভিষেক হয়েছে। ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে ৫ উইকেট নিয়েছেন।
৫ আগস্ট পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে ৩০ জুলাই আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে মরগানরা। বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১ ও ৪ আগস্ট। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সাউথ্যাম্পটনে।
আয়ারল্যান্ড-ইংল্যান্ড সিরিজের সূচি:
ওয়ানডে সিরিজ:
প্রথম ওয়ানডে : ৩০ জুলাই, সাউদাম্পটনের এজ বোল
দ্বিতীয় ওয়ানডে : ১ আগস্ট, সাউদাম্পটনের এজ বোল
তৃতীয় ওয়ানডে : ৪ আগস্ট, সাউদাম্পটনের এজ বোল
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]