জিম্বাবুয়েও যাচ্ছে না ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩৪ এএম, ১৩ জুন ২০২০
জিম্বাবুয়েও যাচ্ছে না ভারত

ফাইল ছবি

করোনাভাইরাসের জেরে দুই বোর্ডের সম্মতিতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ স্থগিত করেছে ভারত। শ্রীলঙ্কার পর এবার জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ স্থগিত করলো ভারত।

চলতি বছরের জুনে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার সূচি ছিল ভারতের। আর শ্রীলঙ্কা সফর শেষে ২২ আগস্ট তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে যাওয়ার কথা ছিল ভারতের।

তবে করোনার কারণে বৃহস্পতিবার (১১ জুন) দুই বোর্ডের সম্মতিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ স্থগিত করে দুই দেশের ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কার পর এবার দুই বোর্ডের সম্মতিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ স্থগিত করলো ভারত।

শুক্রবার (১২ জুন) ভারতীয় গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জে শাহ।

তিনি বলেন, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সিদ্ধান্ত নিয়েছে যে, করোনার এমন পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কার পাশাপাশি জিম্বাবুয়ে সফরেও যাবে না।

এদিকে জিম্বাবুয়ে সফরের পরই আগস্টের শেষ দিকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা যাওয়ার সূচি রয়েছে ভারতের। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা বিসিসিআইকে প্রস্তাব দিলেও আগস্টের শেষে সফর করার সম্ভাবনা নেই ভারতের।

এখন পর্যন্ত সফর স্থগিত না হলেও দক্ষিণ আফ্রিকাকে কোন প্রতিশ্রুতি দেয়নি ভারত। তবে ভারত দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডকে জানিয়েছিল, যদি কোয়ারেন্টাইন বিধিনিষেধ না থাকে তাহলে জিম্বাবুয়ে সফরের পর সিরিজ খেলার কথা ভাবতে পারে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস]



শেয়ার করুন :


আরও পড়ুন

শঙ্কায় শ্রীলঙ্কা সফর, পিছিয়ে যাচ্ছে টাইগারদের অনুশীলন

শঙ্কায় শ্রীলঙ্কা সফর, পিছিয়ে যাচ্ছে টাইগারদের অনুশীলন

ইংল্যান্ড সফরে পাকিস্তানের দল ঘোষণা, দলে নতুন মুখ

ইংল্যান্ড সফরে পাকিস্তানের দল ঘোষণা, দলে নতুন মুখ

আইপিএল ভাবনায় সেপ্টেম্বর-অক্টোবর

আইপিএল ভাবনায় সেপ্টেম্বর-অক্টোবর

ইংল্যান্ড সফরে যাচ্ছে না আমির ও হারিস সোহেল

ইংল্যান্ড সফরে যাচ্ছে না আমির ও হারিস সোহেল