২০২১ সালে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজনের সূচি রয়েছে। তবে কর মওকুবের বিষয়টির মিমাংসা না হওয়ায় ভারত থেকে বিশ্বকাপ সরিয়ে নেওয়া হুমকি দিয়েছিল আইসিসি। এবার করের বিষয়টি সমাধান করতে ভারতীয় ক্রিকেট বোর্ডকে আরও সময় দিল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২০১৬ সালের বিশ্ব টি-টোয়েন্টির আসর বসেছিল ভারতের মাটিতে। সে সময় প্রায় ৩ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫০ কোটি টাকা) আর্থিক ক্ষতির মুখে পড়েছিল আইসিসি। যার ফলে এখন যেকোন আসর আয়োজনের আগেই কর অব্যাহতির নিশ্চয়তা চায় আইসিসি।
ভারতীয় ক্রিকেট বোর্ড যদি কর মওকুফের বিষয়টি নিশ্চিত করতে না পারে তাহলে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি ১০০ মিলিয়ন ডলার ক্ষতি হতে পারে। বিষয়টি নিয়ে ১৮ মে চূড়ান্ত কিছু জানানোর শেষ সময় ছিল। তবে বিসিসিআই ৩০ জুন পর্যন্ত সময় চেয়েছিল।
প্রথম অবস্থায় ভারতের চাওয়া সময় দিতে অপারগতা জানালেও শেষ পর্যন্ত সময় বাড়ালো আইসিসি। বুধবার (১০ জুন) অস্ট্রেলিয়া বিশ্বকাপ এবং সমসাময়িত বিষয় নিয়ে আইসিসির বৈঠকে ভারতের এই বিষয়টি নিয়েও সিদ্ধান্ত হয়।
আইসিসি জানায়, বোর্ড আইসিসি ইভেন্টগুলো জন্য প্রয়োজনীয় কর ছাড়ের চলমান ইস্যু নিয়ে আলোচনা করেছে এবং কর সমাধানে বিসিসিআইকে দেওয়া সময়সীমা ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
এছাড়া একই বৈঠকে প্রাণঘাতি করোনার মধ্যে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে জুলাই মাস পর্যন্ত অপেক্ষা করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]