করোনার কারণে দীর্ঘদিন খেলা বন্ধ থাকায় ক্রিকেটের জন্য মুখিয়ে আছে ক্রীড়ামোদী মানুষেরা। যেখানে আলোর প্রদীপ জ্বালাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজ। এই দুই দলের সাদা পোষাকের লড়াই দিয়ে করোনার পরবর্তী সময়ে প্রথমবারের মতো মাঠে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট।
ইতোমধ্যে টেস্ট সিরিজ খেলতে মঙ্গলবার (৯ জুন) ইংল্যান্ডের ম্যানচেস্টারে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজ যখন ইংল্যান্ডে গিয়ে কোয়ারেন্টাইন নিয়ম পালন করছে তখন এদিকে অনুশীলনে নেমে পড়েছে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ক্রিকেটাররা। অর্থাৎ, মাঠে খেলা ফেরা নিয়ে চারিদিকেই আশার সঞ্চার হচ্ছে।
সব দেশ অনুশীলনে নামার সাহস না দেখালেও শ্রীলঙ্কা, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড যখন দেখিয়েছে, তখন তাদের পথেই হাঁটতে যাচ্ছে আফ্রিকার দেশ জিম্বাবুয়ে। সোমবার (১৫ জুন) থেকে অনুশীলনে ফিরবে ক্রিকেটাররা। তবে মাঠে ফেরার আগে খেলোয়াড়, টিম ম্যানেজমেন্টসহ দলের সকলকে দিতে হবে করোনা পরীক্ষা।
বুধবার (১০ জুন) দেশটির ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানায়, ‘আগামী সোমবার থেকে আমরা অনুশীলন শুরু করতে যাচ্ছি। তবে এক্ষেত্রে ৩৩ জন খেলোয়াড় ও দলের সংশ্লিষ্ট মোট ৪০ সদস্যকে কোভিড-১৯ পরীক্ষা দিতে হবে।’
জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড আরও জানিয়েছে, খেলোয়াড়দের নিয়ে নূন্যতম ঝুঁকিও নেবে না তারা। খেলোয়াড়দের সুরক্ষা নিশ্চিতই সবার আগে।
অনুশীলন শুরু করলেও জমায়েত করবে না। সেক্ষেত্রে ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে অনুশীলন করবে খেলোয়াড়রা। প্রতিদিন অনুশীলন শুরুর আগে মাপা হবে শরীরের তাপমাত্রা। এছাড়াও যে যার ব্যক্তিগত সরঞ্জাম অন্য কারো সঙ্গে ভাগাভাগি করতেও পারবে না বলে জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]