করোনার পরবর্তী সময়ে ইংল্যান্ড ও ওয়েস্ট ইনিডজের মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে মাঠে ফিরছে ক্রিকেট। আসন্ন সেই সিরিজে করোনাযোদ্ধাদের সম্মান জানাতে ‘নীল আর্মব্যান্ড’ পরে খেলার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের ক্রিকেটাররা।
করোনাভাইরাসের বিরুদ্ধে লড়ে যাওয়া জাতীয় স্বাস্থ্য সেবার (ন্যাশনাল হেলথ সার্ভিস-এনএইচএস) কর্মীদের সম্মান জানানোর লক্ষ্যে নীল আর্মব্যান্ড পরে খেলতে নামার সিদ্ধান্ত নেন স্টোকস-বাটলাররা। তবে এখনও বিষয়টি চূড়ান্ত হয়নি বলে জানা গেছে, তবে তা নিয়ে আলোচনা চলছে।
অতীতে দেখা গেছে, কোন খেলোয়াড় বা বিশেষ ব্যক্তি মারা গেলে জার্সির হাতায় কালো আর্মব্যান্ড বা বুকে কালো ব্যাজ পরে খেলতে নামেন ক্রিকেটাররা। তবে এবার আর্মব্যান্ডের নতুন অধ্যায় দেখবে বিশ্ব। জাতীয় স্বাস্থ্য সেবার কর্মীদের জন্য নীল রঙের আর্মব্যান্ড পড়বেন ইংল্যান্ডের খেলোয়াড়রা।
করোনাভাইরাসের কারণে লকডাউন শুরুর পর থেকেই জাতীয় স্বাস্থ্য সেবার কর্মীদের ভিন্ন উপায়ে সম্মান জানাচ্ছে যুক্তরাজ্য। টানা কয়েক মাস রাত ৮টায় নিজ নিজ বাসার বারান্দায় দাঁড়িয়ে জাতীয় স্বাস্থ্য সেবার কর্মীদের জন্য হাততালি কর্মসূচি পালন করে যাচ্ছে যুক্তরাজ্যের মানুষ।
৮ জুলাই সাউদাম্পটনে অনুষ্ঠিত হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। পরের দুই টেস্ট ১৬ ও ২৪ জুলাই হবে ম্যাচ ওল্ড ট্রার্ফোডে। সব টেস্টই হবে রুদ্ধদার স্টেডিয়াম ও জীবাণুমুক্ত পরিবেশে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]