অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য জুলাই মাস পর্যন্ত ঝুলে গেল। বিশ্বব্যাপী করোনা পরিস্থিতিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে জুলাই মাস পর্যন্ত অপেক্ষা করতে চায় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
বুধবার (১০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সালের আইসিসি পুরুষ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২২ সালে আইসিসি নারী বিশ্বকাপের নির্ধারিত সূচি নিয়ে পরবর্তী মাস অর্থাৎ জুলাই পর্যন্ত অপেক্ষা করা হবে। একই সঙ্গে দ্রুত ছড়িয়ে পড়া কোভিড-১৯ মহামারির মাঝে ক্রিকেটের সাথে জড়িত সকলের স্বাস্থ্য সুরক্ষায় বজায় রেখে কিভাবে টুর্নামেন্ট আয়োজন করা যায় তা খতিয়ে দেখা হবে।
এই পরিকল্পনায় সকলের স্বাস্থ্য ও সুরক্ষা, ক্রিকেট, অংশীদার এবং স্বাগতিক দেশের পরিস্থিতি বিবেচনায় নিয়ে মূল্যায়ন করা হবে যে, কোন সিদ্ধান্ত গ্রহণে ক্রিকেট, সদস্য দেশ এবং অনুরাগীদের পক্ষে সবচেয়ে ভালো হবে।
আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মানু সোহনি বলেছেন, ‘বিশ্বব্যাপী করোনা মহামারি পরিস্থিতি দ্রুত বিকশিত হচ্ছে এবং আমরা খেলাধুলার জন্য সঠিক সিদ্ধান্ত নিতে সেরা সম্ভাব্য সুযোগ চাই। জড়িত প্রত্যেকের স্বাস্থ্য এবং সুস্বাস্থ্য আমাদের অগ্রাধিকার।’
তিনি আরও বলেন, ‘আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে মাত্র একবার সুযোগ পাব, ফলে এটি সঠিক হওয়া দরকার। আমরা আমাদের সদস্য, সম্প্রচারক, অংশীদার, সরকার এবং খেলোয়াড়দের সাথে পরামর্শ অব্যাহত রাখবো। যাতে আমরা একটি সঠিক এবং ভালো সিদ্ধান্ত গ্রহণ করতে পারি।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]