‘খুব কম বয়সে পরিচয়, আমাদের সর্ম্পকও বন্ধুত্বপূর্ণ’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১৪ এএম, ১০ জুন ২০২০
‘খুব কম বয়সে পরিচয়, আমাদের সর্ম্পকও বন্ধুত্বপূর্ণ’

সেরা ক্রিকেটারের তকমাটা রয়েছে ভারত অধিনায়ক বিরাট কোহলি ও নিউজিল্যান্ড দলপতি কেন উইলিয়ামসনের গায়ে। তাদের সাথে আছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট ও অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথও। এই সময়ে বিশ্বের সেরা খেলোয়াড়দের সাথে খেলতে পারাটাকে উপভোগ করছেন উইলিয়ামসন।

কোহলির সাথে দীর্ঘ দিনের পরিচয়ের সূত্রে ভারত দলপতির প্রতিপক্ষে খেলতে পারাকেও ভাগ্যবান মনে করছেন উইলিয়ামসন। বলেন, ‘আমরা ভাগ্যবান যে, একে অন্যের বিপক্ষে খেলতে পারছি। খুব কম বয়সে আমাদের পরিচয় হয়। আমাদের বন্ধুত্বপূর্ণ সর্ম্পক। শৈশব থেকে কোহলির উন্নতি দেখতে পারাটা দুর্দান্ত। আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ এক চৌকস খেলোয়াড় সে। দীর্ঘদিন ধরে আমরা একে অন্যের বিরুদ্ধে খেলছি। এটা একটা দারুণ ব্যাপার।’

২০০৮ সালে মালয়েশিয়ায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সময় প্রথম দেখা হয় কোহলি-উইলিয়ামসনের। সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারায় কোহালির ভারত। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়নও হয় তারা।

কোহলির সাথে দেখা হলেই ক্রিকেট নিয়ে নিজেদের মধ্যে বিস্তর আলোচনা করেন বলে জানিয়েছেন উইলিয়ামসন। বলেন, ‘গত কয়েক বছর ধরে আমরা ক্রিকেট নিয়ে নিজেদের মত বিনিময় করছি। আমরা নিজেদের দৃষ্টিভঙ্গি, কিছু সৎ ভাবনা আদান-প্রদান করছি।’

তিনি আরও বলেন, ‘শারীরিক দিক থেকে খেলার ধরন এবং মাঠে আমাদের চরিত্র কিছুটা আলাদা হওয়ার পরও কিছু ক্ষেত্রে মিল খুঁজে পেয়েছি। বেশ কিছু ক্ষেত্রে একমতও হয়েছি। যদিও আমাদের খেলার ধরন আলাদা।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

করোনার মতো বর্ণবাদও থামাতে হবে : স্টার্লিং

করোনার মতো বর্ণবাদও থামাতে হবে : স্টার্লিং

ক্রিকেটারদের সুরক্ষায় আসছে করোনা পোশাক

ক্রিকেটারদের সুরক্ষায় আসছে করোনা পোশাক

বিশ্বকাপ না হলে ভারতের আইপিএল আয়োজনের অধিকার আছে : হোল্ডিং

বিশ্বকাপ না হলে ভারতের আইপিএল আয়োজনের অধিকার আছে : হোল্ডিং

অধিনায়কত্বে স্টোকস, পিটারসনের না

অধিনায়কত্বে স্টোকস, পিটারসনের না