ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রখম ম্যাচে জো রুটের অনুপস্থিতিতে বেন স্টোকসের ইংলিশ দলের নেতৃত্ব নেওয়া উচিত হবে না বলে মনে করেন সাবেক ইংলিশ অধিনায়ক কেভিন পিটারসেন।তিনি জানিয়েছেন, এতে তার উপর চাপ বেড়ে যাবে।
জুলাইয়ে বাবা হতে যাচ্ছেন রুট। এজন্য তিন ম্যাচের প্রথমটিতে অংশ না নেওয়ার সম্ভাবনা রয়েছে রুটের। যে কারণে রুটের অবর্তমানে সহ-অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পড়বে স্টোকসের উপর। তবে সাবেক ইংলিশ অধিনায়ক মনে করেন, এতে বেশি চাপে পড়ে যেতে পারেন এই অলরাউন্ডার। তার মতে এমন পরিস্থিতিতে বরং উইকেট রক্ষক ব্যাটসম্যান জস বাটলারকে অধিনায়কের দায়িত্ব দিলে বেশি ভাল হবে।
তিনি টক স্পোর্টসকে বলেন,‘ আমি কি স্টোকসের বর্তমান অবস্থানের পরিবর্তন চাইতে পারি? অবশ্যই না। সে স্থানে দেওয়া যেতে পারে জস বাটলারকে। ভাল খেলা দিয়ে সবাইকে মুগ্ধ করা খেলোয়াড়রা অনেক সময় ভাল অধিনায়ক হতে পারেন না। দল পরিচালনার কারণে তাদেরকে অনেক সময় প্রবল চাপের সঙ্গে লড়াই করতে হয়। নেতৃত্ব অনেক সময় খেলোয়াড়কে পাল্টে দিতে পারে। আমার নিজকেও ধুকতে হয়েছে। আমি এটিকে ঘৃনা করি।’
করোনাভাইরাসের কঠিন দুঃসময় কাটিয়ে ইংল্যান্ড তাদের গ্রীষ্মকালিন ক্রিকেট শুরু করতে যাচ্ছে। আগামী ৮ জুলাই শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট। এরপর পাকিস্তান, অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা রয়েছে তাদের। তবে সবগুলো খেলাই অণুষ্ঠিত হবে দর্শকশূন্য স্টেডিয়ামে।
পিটারসেন বলেন, ‘দর্শকশূন্য স্টেডিয়ামে খেলাটা বেশ কঠিন। বিশেষ করে ক্রিকেট। কারণ পুরো ছয় ঘন্টা আপনি মাঠে কাটাচ্ছেন। ছেলেরা ব্যাট করেই যাচ্ছে। কিন্তু দেখার কেউ নেই। এটি মনে হবে যেন অনুশীলন ম্যাচে খেলছেন।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস]