সাকিব আল হাসান, বাংলাদেশের ক্রিকেটের এক উজ্জ্বল তারা। বিশ্ব ক্রিকেটে লাল সবুজের পতাকার বাহক। কত শত রেকর্ডই না তার ঝুলিতে ভরা। আর সেই সাকিবই কি-না ভারতীয় জুয়াড়ি দীপক আগারওয়ালের প্রস্তাব গোপন করে ক্রিকেট থেকে এক বছরের নির্বাসনে আছেন।
দেখতে দেখতে প্রায় একবছর অতিক্রমের দ্বারপ্রান্তে। আগামী ২৯ অক্টোবর নিষেধাজ্ঞা থেকে মুক্তি মিলবে সাকিবের। তখনই কি-না সূচি আছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। বাছাইপর্ব টপকে বিশ্বকাপে খেলার সুযোগ পেলেই কেবল নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরতে পারবেন তিনি।
তবে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে কতটা ছন্দে থাকবে সাকিব তা নিয়ে শঙ্কা আছে অনেকের। তবে তার সতীর্থ ও সদ্য সাবেক হওয়া বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলছেন, ও আমাদের মতো না।ওর (সাকিব) ফর্মে ফিরতে বেশি সময় লাগবে না। একটা সিরিজই যথেষ্ট। গণমাধ্যমে এমনটাই জানিয়েছে তিনি।
মাশরাফি বলেন, সাকিব ন্যাচারাল ট্যালেন্ট। কোন সন্দেহ নেই, সেরা ছন্দ নিয়েই ফিরবে সাকিব। খুব বেশি সময় নিলে ছয় মাস। আমার ধারণা, একটা সিরিজই যথেষ্ট ওর জন্য। প্রথম সিরিজ থেকেই পারফর্ম করতে পারে। ও আমাদের মতো না।
তিনি আরও বলেন, ওর ভেতর অন্যরকম ক্রিকেটীয় প্রতিভা আছে। খেলোয়াড় সাকিব অবশ্যই বাংলাদেশের শীর্ষে থাকবে। বাংলাদেশের ক্রিকেটের ইতিহাস যতদিন থাকবে সাকিব সামনের সারিতে থাকবে।
বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যত নিয়ে মাশরাফি বলেন, আমার কাছে মনে হয় ঠিক পথেই আছে। ভালো-খারাপ দিয়েই ক্রিকেট চলবে। বর্তমান ফরম্যাট থাকলে পরের বিশ্বকাপে সেমিতে খেলবে বাংলাদেশ। ফাইনাল খেললেও বিস্মিত হবো না।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস]