আন্তর্জাতিক ক্রিকেটে ১০০তম সেঞ্চুরির খুব সন্নিকটে দাঁড়িয়েছিলেন ভারতের মাস্টার ব্লাস্টার খ্যাত শচীন টেন্ডুলকার। ২০১১ সালে ওভার টেস্টে ৯১ রানে ব্যাট করা অবস্থায় আউট হয়ে যান শচীন। আর সেকারণে মৃত্যুর হুমকি পেয়েছিলেন ইংলিশ পেসার টিম ব্রেসনান ও আম্পায়ার রড টাকার।
২০১১১ সালে ধোনির নেতৃত্বে ইংল্যান্ড সফরে যায় ভারত। স্বাগতিকদের সাথে ৩-০ ব্যবধানে সিরিজ হেরে ওভালে চতুর্থ টেস্ট খেলতে নামে ভারত। ওভাল টেস্টর দ্বিতীয় ইনিংসে ৯১ রানে ব্যাট করা শচীনকে বল করছিলেন ব্রেসনান। এমন সময় একটি বল শচীনের পায়ে গিয়ে লাগলে আবেদন করেন ইংলিশরা। আর তাতে আউট দিয়ে দেন আম্পায়ার রড টাকার। যে বলটি কি-না লেগ-স্টাম্প মিস করার সম্ভবনা ছিল!
এত কাছে গিয়ে আম্পায়ারের এমন একটি সিদ্ধান্তে শচীনের সেঞ্চুরি বঞ্চিত হওয়া মেনে নিতে পারেনি তার ভক্ত-সমর্থকরা। তাই তো শচীন আউট হওয়ায় মৃত্যুর হুমকি দেন ব্রেসনান ও টাকারকে। ইয়র্কশায়ার ক্রিকেট: কাভার্স অফ পোডকাস্টে আলাপকালে এসব কথা জানিয়েছেন এই ইংলিশ পেসার।
ব্রেসনান বলেন, ‘ওটা ছিল ওভালে সিরিজের শেষ টেস্ট। যাই হোক, বলটি সম্ভবত লেগ-স্টাম্প মিস করতো। তবে আম্পায়ার (টাকার) তাকে আউট দিয়ে দেয়। তখন সে ৮০ (মূলত ৯১ রান) এর উপরে রান নিয়ে ব্যাট করছিল। নিঃসন্দেহে সে সেঞ্চুরি পেতো। তবে তার আউটের পর আমি ও আম্পায়ার উভয়ে মৃত্যুর হুমকি পেয়েছি।’
তিনি আরও বলেন, ‘আমাকে টুইটারে হুমকি দেওয়া হতো। আর আম্পায়ায় টাকারকে হুমকি দেওয়া হতো তার বাড়ির ঠিকানায় চিঠি লেখে। তারা লিখতো, তোমাদের সাহস কতো? বলটা নিশ্চিত লেগ-স্টাম্প মিস করতো।’
এমন হুমকিতে ভয় পেয়ে যান টাকার আর যেকারণে সে তার বাড়িতে নিরাপত্তাকর্মীও নিয়োগ দিয়েছিলেন। এমন তথ্যই জানিয়েছেন এই ইংলিশ পেসার।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস]