ক্রিকেট বা ফুটবল, একজন খেলোয়াড়ের ভালো পারফরম্যান্স করার জন্য স্কিল, অভিজ্ঞতা বা শারিরীক স্বাস্থ্য যেমন প্রয়োজন তেমনি মানসিক স্বাস্থ্যও প্রয়োজন। তবে উন্নত দেশগুলোতে এসব বিষয় নিয়ে যতটা সচেতন বাংলাদেশে ততটা নয়। বলতে গেলে এমন চল’ই নেই।
মানসিক স্বাস্থ্য ইস্যুতে ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মার্কাস ট্রেসকোথিক এবং অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল যেভাবে স্বাধীনভাবে মুখ খুলতে পেরেছেন তেমনটা বাংলাদেশে লক্ষ্য করা যায় না। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের সাথে আলাপকালে বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা জানিয়েছেন, বাংলাদেশে মানসিক শ্রান্তি (পরিশ্রমজনিত অবসাদ) নিয়ে কথা বলার তেমন সুযোগ নেই।
মাশরাফি মনে করেন, বিভিন্ন ‘সামাজিক বাস্তবতা’র কারণে বাংলাদেশে মানসিক স্বাস্থ্যকে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করা হয় না। আর কেউ যদি বলে, সে অসুস্থবোধ করছে তখন আমরা অনুমান করি সে কোনো বাহানা বানানোর চিন্তা করছে।
তিনি বলেন, আমাদের এখানে মানসিক স্বাস্থ্য তেমন গুরত্বপূর্ণ নয়। আমাদের সমাজ-বাস্তবতা ভিন্ন। মার্কাস ট্রেসকোথিক বা গ্লেন ম্যাক্সওয়েলের মতো মানসিক শ্রান্তি নিয়ে কথা বলার সুযোগ তেমন নেই আমাদের।
বাংলাদেশ ক্রিকেট দলের সদ্য সাবেক এ অধিনায়ক আরও বলেন, যদি কেউ বলেও যে, সে অসুস্থবোধ করছে; তখন আমরা অনুমান করি, সে কোনো বাহানা বানানোর চিন্তা করছে। এমনকি অনেক লোক ওভাবে বিষয়টা অনুভব করে না। যারা করেও তারা প্রকাশ করে না বা বলার প্রয়োজনবোধ মনে করে না।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস]