নাবালিকা স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার লি ফ্রান্সিস ডিক্সনকে কারাগারে দিন কাটাতে হচ্ছে। দেশটির চেস্টার ক্রাউন আদালতের বিচারক প্যাট্রিক অম্পসন সাজা ঘোষণা করতেই কান্নায় ভেঙে পড়েন তিনি। ইংল্যান্ডের চেস্টার বোটন হল ক্রিকেট ক্লাবের সাবেক অধিনায়ক ছিলেন ডিক্সন। আপাতত কারাগারেই দিন কাটছে সাবেক এই ক্রিকেটারের।
৩১ বছর বয়সী এই ক্রিকেটার ক্রিকেট থেকে বিদায় নেয়ার পর একটি স্কুলের চাকরি নেন। তবে তিনি সেই স্কুলের শিক্ষক ছিলেন না। যেখানে সমস্যায় পড়া শিশুদের সাহায্যের দায়িত্বে ছিলেন তিনি। ওই স্কুলের এক নাবালিকা ছাত্রীকে ধষর্ণ করেন সাবেক এই ক্রিকেটার।
গত বছরের এপ্রিলে একটি নাইটক্লাবে ডিক্সনের সঙ্গে দেখা হয়েছিল ওই কিশোরীর। তখনই আলাপ হয় দু’জনের। তারপরই যৌনমিলনে জড়িয়ে পড়েন তাড়া। বিষয়টি প্রকাশ্যে আসতেই স্কুল কর্তৃপক্ষের তোপের মুখে পড়েন সাবেক এই ক্রিকেটার। পরে অবশ্য নিজের দোষা স্বীকার করেও রেহাই পাননি ডিক্সন।