প্রাণঘাতি করোনা পরবর্তী মাঠে ক্রিকেট ফেরানোর জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বেশ কিছু গাইডলাইন প্রণয়ন করেছে। নতুন এসব গাইডলাইন অনুসরণ করা কঠিন চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন শ্রীলঙ্কান ক্রিকেট গ্রেট কুমার সাঙ্গাকারা।
মাঠে এবং মাঠের বাইরে ক্রিকেটারদের নিরাপদ রাখতে কিছু গাইডলাইন বেঁধে দিয়েছে আইসিসি। যে গুলোর মধ্যে রয়েছে সামাজিক দূরত্ব, নিরাপদ বলসহ আরও অনেক বিধি নিষেধ।
মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সভাপতি সাঙ্গাকারা বলেন,‘ পেসার বা স্পিনার বোলার, উভয়ের ক্ষেত্রেই বলকে উজ্জ্বল করানোটা একটি সহজাত কাজ। শিশুকাল থেকেই বছরের পর বছর তারা এই কাজে অভ্যস্থ হয়ে আছে। এটি ক্রিকেটের সঙ্গে মিলে মিশে একাকার হয়ে গেছে।’
সাঙ্গাকারা আরও বলেন,‘ ক্রিকেট হচ্ছে একটি সামাজিক খেলা। আপনাকে দীর্ঘ সময় ধরে বসে থাকতে হয় ড্রেসিং রুমে। সেখানে আপনি চ্যাট করেন কিংবা খোশগল্প করবেন। এটিও একটি সহজাত প্রবৃত্তি। কোন রকম গা গরম করা ছাড়াই একেবারেই প্রস্তুত হয়ে আপনাকে মাঠে আসতে হবে। এখন দেখার বিষয় খেলোয়াড়রা কিভাবে এটি অনুসরণ করে। ’
কঠোর নিরাপত্তার প্রটোকল অনুসরণের মাধ্যমে ইতোমধ্যে আউটডোর অনুশীলন শুরু করেছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্টইন্ডিজ ও শ্রীলঙ্কা। কারণ যত দ্রুত সম্ভব এই খেলাটির অচলাবস্থা কাটিয়ে উঠতে চায় তারা। এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজের সূচি ঘোষণা করেছে ইংল্যান্ড। যেটি শুরু হচ্ছে ৮ জুলাই থেকে। করোনাভাইরাসের বিরতির পর এটিই হবে সবধরনের ক্রিকেটের প্রথম সিরিজ।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস]