বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের সাবেক নারী ক্রিকেটার ও বাংলাদেশ নারী দলের হেডকোচ অঞ্জু জৈনের সাথে চুক্তি নবায়ন না করায় সম্প্রতি বারোদা ক্রিকেট এসোসিয়েশনে (বিসিএ) যোগ দিয়েছেন তিনি। জৈনের পরিবর্তে নারী দলের জন্য আবারও বিদেশি কোচ নিয়োগ দেওয়ার চেষ্টা করছে বিসিবি মহিলা উইং।
মার্চেই বাংলাদেশ মহিলা দলের কোচ হিসেবে তার চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। অস্ট্রেলিয়ায় সর্বশেষ অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দলীয় পারফরম্যান্স খুব একটা আশানুরুপ না হওয়ায় বিসিবি তার সঙ্গে দীর্ঘ মেয়াদী চুক্তি করতে আগ্রহবোধ করেনি। তবে আনুষ্ঠানিকভাবে এ কথাও স্বীকার করেনি বিসিবি। তারা শুধু বলেছে যে করোনা মহামারির কারণে তারা নতুন চুক্তি করেনি।
ভারতের হয়ে দীর্ঘ ১২ বছর উইকেট-রক্ষকের দায়িত্ব পালন করা জৈন ২০০০ সালের মহিলা বিশ্বকাপেও দেশটির জাতীয় দলের নেতৃত্ব দিয়েছেন। তিনিও বরোদা ক্রিকেট এসোসিয়েশনের সঙ্গে নিজের চুক্তির বিষয়ে কিছু জানাননি বিসিবিকে।
বোর্ডের মহিলা উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল বাসসকে বলেন,‘ মার্চেই তার (জৈন) সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। তার সঙ্গে চুক্তি নবায়নের কোন ইচ্ছা আমাদের নেই। আসলে বিশ্বকাপের পর থেকেই আমরা নতুন কোচ খুঁজতে শুরু করেছি। তবে কোভিড-১৯ এর সংক্রমণের কারণে সেটি থমকে যায়।’
বিদেশি কোচের বিষয়কেই প্রাধান্য দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন,‘ নারী ক্রিকেট দলের জন্য আমরা সব সময় বিশ্বমানের কোচের বিষয়ে গুরুত্ব দিয়ে থাকি। এতে তারা আরো একধাপ উচ্চতায় পৌঁছাতে পারবে।’
আগামী এক মাসের মধ্যে নতুন কোচ খুঁজে পাওয়ার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন,‘করোনাভাইরাসের কারণে এই মুহুর্তে কোচ খুঁজে পাওয়াটা কঠিন। তবে বিষয়টি নিয়ে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। আশা করি এক মাসের মধ্যেই আমরা নতুন কোচ খুঁজে বের করতে পারব।’
উল্লেখ্য, ২০১৮ সালে ইংলিশ কোচ ডেভিড চ্যাপেলের পরিবর্তিত হিসেবে বাংলাদেশ নারী ক্রিকেট দলের কোচ নিযুক্ত হন জৈন। প্রাথমিক ভাবে তাকে ছয় মাসের জন্য চুক্তিবদ্ধ করা হয়। পরে এই ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয় চুক্তির মেয়াদ।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস]