প্রাণঘাতি করোনাভাইরাসের কারলে মার্চ থেকে গৃহবন্দি থাকার পর অবশেষে মাঠে ফিরলো আফগানিস্তান ক্রিকেট দল। ২২ সদস্যের দল নিয়ে রোববার (৭ জুন) থেকে কাবুল স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছে আফগানরা।
গৃহবন্দি থেকে ফিরে শুরু হওয়া এ ক্যাম্প প্রায় মাসব্যাপী চলবে। ক্যাম্পটি দলীয়ভাবে হলেও শারীরিক সুরক্ষার জন্য আইসিসি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আফগানিস্তানের সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সকল বিধিনিষেধ মানা হচ্ছে।
আফগানিস্তানের অনুশীলন নিয়ে টুইট করেছে খোদ আইসিসি। টুইট বার্তায় আইসিসি বলে, আফগানিস্তান তাদের ট্রেনিং শুরু করেছে। কাবুলে ২২ সদস্যের দলটি এক মাসব্যাপী অনুশীলন করছে।
Afghanistan are set to resume training
— ICC (@ICC) June 7, 2020
A 22-man squad will take part in a month-long training camp in Kabul! pic.twitter.com/geZhKDiCVa
গত ২ জুন অধিনায়ক আসগর আফগান ও কোচ ল্যান্স ক্লুজনারের সাথে বৈঠক করে অনুশীলনে ফেরার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে সেটি হবে কি-না, তা এখনো নিশ্চিত নয়। বিশ্বকাপ না হলেও নভেম্বরের অস্ট্রেলিয়ার মাটিতে এক ম্যাচের টেস্ট সিরিজ খেলবে আফগানরা। পার্থে ২১ নভেম্ব শুরু হবে টেস্ট ম্যাচটি। সম্প্রতি গ্রীষ্মকালীন দ্বিপাক্ষীক সিরিজর সূচি নির্ধারণ করে অস্ট্রেলিয়া।
National players start training in Kabul today after a COVID-19 awareness meeting was held for them yesterday by ACB to educate them about the relevant health guidelines during the camp.
— Afghanistan Cricket Board (@ACBofficials) June 7, 2020
Read more: https://t.co/BR1Cqszd5w pic.twitter.com/LsI59yBrjI
আফগানিস্তানের এখন পর্যন্ত (৭ জুন) প্রাণঘাতি করোনাভাইরাসে ২০ হাজার ৩৪২ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা গ্রহণে ভালো হয়েছেন ১৮৭৫ এবং মারা গেছেন ৭৯১ জন। এছাড়া সংখ্যা কম হলেও এখনো প্রতিদিন নতুন রোগী শনাক্ত হচ্ছে।
অনুশীলন ক্যাম্পে আফগানিস্তানের খেলোয়াড়রা হলেন-
আসগর আফগান, রহমানউল্লাহ গুরবাজ, হযরতউল্লাহ জাজাই, করিম জানাত, মোহাম্মদ নবী, নজিবউল্লাহ জাদরান, গুলবাদিন নাইব, রশিদ খান, নবীন উল হক, শাপুর জাদরান, কাইস আহমেদ, মুজিব উর রহমান, আজমতউল্লাহ ওমরজাই, সামিউল্লাহ শিনওয়ারি, উসমান গণি, মোহাম্মদ শাহজাদ, সায়েদ শিরজাদ, দারউইশ রাসুলি, জহির খান, ফরিদ মালিক, হামজা হোতাক এবং শরাফুদ্দিন আশরাফ।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]