পাকিস্তান নারী ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে বহাল থাকছেন স্পিন অলরাউন্ডার বিসমাহ মারুফ। শুক্রবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আনুষ্ঠানিকভাবে নতুন অধিনায়ক এবং খেলোয়াড়দের কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে। এছাড়া নারী দলের কোচ ইকবাল ইমামকে বরখাস্ত করেছে পিসিবি।
বিসমাহকে আরও এক মৌসুমের জন্য জাতীয় দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে রাখার কথা জানিয়েছেন পিসিবি নারী দলের নির্বাচক উরুজ মমতাজ।
তিনি বলেন, ‘আরও এক মৌসুম পাকিস্তানের ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলের অধিনায়ক থাকবেন বিসমাহ। তাই বিসমাহকে অভিনন্দন জানাতে চাই। অসাধারণ পারফর্মারের সাথে একজন ভালো নেতা হিসেবে নিজেকে মেলে ধরেছেন বিসমাহ।’
কেন্দ্রীয় চুক্তির বিষয়ে মমতাজ বলেন, পাশাপাশি নারী ক্রিকেটারদের বেতন বাড়ানো এবং ঘরোয়া ক্রিকেটারদের পারিশ্রমিক আকর্ষণীয় করা হয়েছে। তিন ক্যাটাগরিতে মোট ৯ ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, গত বছর সানা মীর ছিলেন কেন্দ্রীয় চুক্তিতে। লকডাউনের সময়ে অবসরের ঘোষণা দিয়েছেন সানা মীর। তবে তার জায়গায় কাউকে চুক্তিতে রাখা হয়নি।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]