বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে নারী দলের হেড কোচ অঞ্জু জৈন নিজ দেশ ভারতের বারদা ক্রিকেট অ্যাসোসিয়েশনে (বিসিএ) ঠিকানা খুঁজে নিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার চুক্তির মেয়াদ বৃদ্ধি না করায় তিনি নতুন ঠিকানা খুঁজে নিয়েছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে ভারতীয় এ নারী কোচের চুক্তি ছিল চলতি বছরের মার্চ পর্যন্ত। তবে বিশ্বকাপে নারী ক্রিকেট দলের বাজে পারফরম্যান্স এবং টুর্নামেন্ট চলাকালীন দলের ভেতর অযাচিত কর্তৃত্বের কারণে তার সঙ্গে চুক্তি মেয়াদ আর বাড়াতে আগ্রহ দেখায়নি বিসিবি।
বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ নারী ক্রিকেট দলের উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল সংবাদ মাধ্যমে জানিয়েছেন, অঞ্জু জৈনের সঙ্গে বোর্ডের মার্চ পর্যন্ত চুক্তি ছিল। বিশ্বকাপের পারফরম্যান্সের বিষয়ে চিন্তা-ভাবনা ছিল। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় সে নিজে থেকেই চলে গেছে, আমাদের কিছু জানাননি।
নারী এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। চার ম্যাচের একটিতেও জয়ের মুখ দেখেনি সালমা খাতুনের দল। এই দিয়ে টানা তিন বিশ্বকাপে জয়শূন্য থাকতে হয়েছে টাইগ্রিসদের।
২০১৮ সালের জুনে ইংলিশ কোচ ডেভিড ক্যাপেলের স্থলাভিষিক্ত হয়েছিলেন অঞ্জু জৈন। মেয়াদ শেষে তিনি চলে যাওয়ায় সালমা-জ্যোতিদের জন্য এখন নতুন কোচ মাস্টার খুঁজছে বিসিবি।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]