করোনার কারণে বড় শঙ্কা তৈরি হয়েছে বলে লালার ব্যবহার নিয়ে। তা আরও বেশি শঙ্কা তৈরি করেছে ভারতের সাবেক অধিনায়ক অনিল কুম্বলের নেতৃত্বাধীন আইসিসি ক্রিকেট কমিটি সুপারিশে। তারা সুপারিশ করে যে, লালা ব্যবহার করে বল উজ্জ্বল করা যাবে না।
ক্রিকেটারদের একটা বড় অংশ মনে করছেন, লালা ব্যবহার করতে না পারলে বল সুইং করাতে সমস্যা হবে পেসারদের। এমনকি বিলুপ্ত হতে পারে রিভার্স সুইংও। আর এ সমস্যা দূর করার জন্য পিচে পরিবর্তন চান কুম্বলে।
তিনি মনে করেন, ক্রিকেট পিচের চরিত্র কিছুটা বদলে ফেলে এই সমস্যার সমাধান যেতে পারে । বুধবার (৩ জুন) একটি ওয়েব সেমিনারে কুম্বলে বলেছেন, ‘ক্রিকেটে পিচ গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তাই পিচের চরিত্র বদল করে ব্যাট ও বলের মধ্যে ভারসাম্য আনা যায়।’
মনে করা হচ্ছে, লালা ব্যবহারের উপরে নিষেধাজ্ঞা পেসারদের সব চেয়ে বেশি ভোগাবে টেস্ট ক্রিকেটে। তাই কুম্বলের পরামর্শ, ‘পিচে একটু বেশি ঘাস রাখাই যেতে পারে। সে ক্ষেত্রে পেসারেরা সাহায্য পাবে।’
পাশাপাশি কুম্বলে এও মনে করেন, টেস্টে এর পর থেকে স্পিনারদের গুরুত্ব আরও বেড়ে যাবে। কুম্বলের পরামর্শ, ‘টেস্টে দু’জন করে স্পিনার খেলাক না দলগুলো। ওয়ানডে বা টি-টোয়েন্টিতে বল উজ্জ্বল করার ব্যাপারটা অত গুরুত্ব পায় না। কিন্তু টেস্টে পায়। সেখানে বাড়তি স্পিনার খেলানো যেতেই পারে।’
কেউ কেউ চেয়েছিলেন লালার বদলে কৃত্রিম কোনও পদার্থ দিয়ে বল উজ্জ্বল করা হোক। অস্ট্রেলিয়ার একটি সংস্থা মোম জাতীয় পদার্থ তৈরি করতে নেমেও পড়েছিল। কিন্তু কুম্বলে বলেন, ‘বলের উপর কোনও কৃত্রিম পদার্থের ব্যবহারের উপরে এত দিন ধরে কড়া নিষেধাজ্ঞা আছে। আমরা চাইনি, সেই নিষেধাজ্ঞা শিথিল করতে।’
এর আগে ক্রিকেটে পিচের আকার পরিবর্তনের দাবি জানিয়েছিলেন রমিজ রাজা। তিনি বলেছিলেন, বোলারদের সুইংয়ের অভাব ব্যাট এবং বলের মধ্যে ভারসাম্যকে বাধাগ্রস্থ করবে, তাই পিচের আকার কমিয়ে আনার দিকে আমরা যেতে পারি। সম্ভব হলে ২২ গজের পরিবর্তে পিচের দৈর্ঘ্য ২০ গজে পরিণত করা যেতে পারে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]