আগেই ইংল্যান্ড যেতে চায় ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২২ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৮
আগেই ইংল্যান্ড যেতে চায় ভারত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ পরাজয়ের পিছনে পর্যাপ্ত প্রস্তুতির অভাবকেই দায়ী করা হচ্ছে। আর সে কারণে আসন্ন ইংল্যান্ড সফরে এবার আর একই ভুল করতে চায় না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

আগামী ৩ জুলাই থেকে ১১ সেপ্টেম্বও পর্যন্ত ইংল্যান্ড সফরে দলের প্রস্তুতি ও কন্ডিশনের সাথে মানিয়ে নিতে ১০ দিন আগেই ইংল্যান্ডে যাবার প্রস্তুতি নিচ্ছে ভারতীয় বোর্ড। তার আগে জুনের প্রথম সপ্তাহ থেকেই অনুশীলন শুরুর ইঙ্গিত পাওয়া গেছে।

বিসিসিআই বরছে, আগামী ১ আগস্ট থেকে শুরু হওয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে রাহুল দ্রাবিড়ের ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড সফরে কয়েকজন টেস্ট বিশেষজ্ঞ খেলোয়াড়কে যাচাই করার ইচ্ছা বোর্ডের রয়েছে। ভারতীয় দল টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ দিয়ে ইংল্যান্ড সফর শুরু করবে। ফলে টেস্ট সিরিজের আগে পর্যাপ্ত অনুশীলন ম্যাচ খেলার সময় তারা হাতে পাবে।

সূত্রটি আরও জানিয়েছে ভারতীয় দলীয় ব্যবস্থাপনায় ও সিওএ চেয়ারম্যান ভিনোদ রাই সম্প্রতী টেস্ট সিরিজের বিষয়টি নিয়ে আলোচনা করেছে। উভয় পক্ষই একটি বিষয় সমঝোতায় পৌঁছেছে, টেস্ট ক্রিকেটে খেলোয়াড়দের অনুপ্রাণীত করার জন্য আরও বেশি করে কাউন্টি চ্যাম্পিয়নশীপ ও ‘এ’ দলের সাথে ম্যাচ খেলার সুযোগ করে দিতে হবে।

বোর্ডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ভারতীয় দল যদি টেস্ট সিরিজ শুরুর অন্তত ১০দিন আগে দক্ষিণ আফ্রিকায় যেত তবে দিনের শেষে তা ফলাফলে প্রভাব পড়তো। ইংল্যান্ড সিরিজ শুরুর আগে খেলোয়াড়রা অনুশীলনের পর্যাপ্ত সময় পাচ্ছে। আর এটাকে পুরোপুরি কাজে লাগাতে চায় বোর্ড।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

মালয়েশিয়ায় হোম ভেন্যু বানাচ্ছে পাকিস্তান

মালয়েশিয়ায় হোম ভেন্যু বানাচ্ছে পাকিস্তান

কলকাতার অধিনায়ক হতে পারেন ক্রিস লিন

কলকাতার অধিনায়ক হতে পারেন ক্রিস লিন

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নিশ্চিত করলো আফগানিস্তান

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নিশ্চিত করলো আফগানিস্তান

সাফল্যের নেপথ্যে ‘ও’, কৃতজ্ঞ কোহলি

সাফল্যের নেপথ্যে ‘ও’, কৃতজ্ঞ কোহলি